ঈদে মুক্তি পাচ্ছে যে হিন্দি সিনেমা

‘সত্যপ্রেম কী কথা’য় কার্তিক ও কিয়ারা
টুইটার

ঈদুল ফিতরে হিন্দি সিনেমা মুক্তির স্লটটা সালমান খান একরকম দখলই করে রেখেছেন। এক যুগ ধরে বেশির ভাগ রোজার ঈদেই মুক্তি পেয়েছে ‘ভাইজান’-এর কোনো না কোনো ছবি। তবে ঈদুল আজহায় হিন্দি সিনেমার মাঠ ফাঁকা। একেক বছরে একেক তারকার সিনেমা মুক্তি পায়। এবার ঈদে মুক্তি পাচ্ছে সামির বিদ্যানসের ‘সত্যপ্রেম কী কথা’।

আরও পড়ুন

গত বছর হিন্দি সিনেমার বক্স অফিসের অবস্থা তেমন ভালো ছিল না। অবস্থা এমন ছিল যে যার ছবি মুক্তি পায়, সেটিই ফ্লপ হয়। এর মধ্যে মুক্তি পায় কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’। এই ছবির প্রথম পর্বের দুই তারকা অক্ষয় কুমার ও বিদ্যা বালান সিকুয়েলটিতে নেই; ফলে ‘ভুল ভুলাইয়া টু’ নিয়ে সেভাবে প্রত্যাশা ছিল না। কিন্তু সবাইকে চমকে দিয়ে ছবিটি সুপারহিট হয়, ৭০ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে ২৭০ কোটি! ব্যস, বলিউড প্রযোজকদের প্রিয়পাত্র হয়ে ওঠেন কার্তিক।

‘সত্যপ্রেম কী কথা’য় কার্তিক ও কিয়ারা
ফেসবুক থেকে

এরপর মুক্তি পাওয়া অভিনেতার ছবি ‘শেহজাদা’ সেভাবে ব্যবসা করতে না পারলেও অনেকে মনে করছেন, ‘সত্যপ্রেম কি কথা’ দিয়ে ঘুরে দাঁড়াবেন অভিনেতা।
‘ভুল ভুলাইয়া টু’র সাফল্যের পর ‘সত্যপ্রেম কি কথা’য় আবার জুটি হয়েছেন কার্তিক ও কিয়ারা। রোমান্টিক মিউজিক্যাল ছবিটিতে কার্তিক অভিনয় করেছেন ‘সত্তু’ চরিত্রে, কিয়ারা করেছেন ‘কথা’ চরিত্রটি।

২০২১ সালের ২৩ জুন প্রথম ছবিটির মোশন পোস্টার মুক্তি পায়। শুরুতে ছবির নাম হওয়ার কথা ছিল ‘সত্যনারায়ণ কী কথা’, পরে অবশ্য বিতর্কের কারণে তা বদলে যায়।

ছবির প্রচারে কিয়ারা ও কার্তিক
ফেসবুক থেকে

কার্তিক আরিয়ান যে ছবিতে অভিনয় করবেন, তা শুরু থেকেই ঠিক ছিল, কিন্তু নায়িকা ঠিক হয় অনেক পরে। শুরুতে কার্তিকের বিপরীতে নায়িকা হিসেবে শর্বরী ওয়াগ বা অনন্যা পান্ডের নাম শোনা যায়। তবে পরে জানা যায়, দুজনই ছবিটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। গত বছরের জুলাই মাসে নায়িকা হিসেবে কিয়ারা চূড়ান্ত হন।

২০২২ সালের ৩ সেপ্টেম্বর শুরু হয় ছবিটির শুটিং। মুম্বাই, আহমেদাবাদ ছাড়াও ছবিটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরের শ্রীনগর ও গুলমার্গে। ট্রেলার মুক্তির পর ছবিটি অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ সিনেমাটোগ্রাফি, শুটিং লোকেশনের প্রশংসা করেছেন। অবশ্য অনেকে মনে করছেন, ট্রেলারে দেখানো গল্প দর্শককে  আকৃষ্ট করতে যথেষ্ট নয়।

মুক্তির আগে অবশ্য ‘সত্যপ্রেম কি কথা’ সমালোচিত হচ্ছে কোক স্টুডিও পাকিস্তানের গান ‘পাসুরি’র রিমেক করে। ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি কেমন ফল করে, সেটাই এখন দেখার। কার্তিক, কিয়ারা ছাড়াও ছবিটিতে আছেন রাজপাল যাদব, গজরাজ রাও, সুপ্রিও পাঠকের মতো অভিনেতারা।

সূত্র: বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস

‘সত্যপ্রেম কী কথা’য় কার্তিক ও কিয়ারা
ছবি: ভিডিও থেকে নেওয়া