সন্তানদের কেন আড়ালে রাখেন আনুশকা
ক্রিকেট নাকি হিন্দি সিনেমা—ভারতের কোনটি বেশি জনপ্রিয় বলা মুশকিল। তাই ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা যখন বিয়ে করেন, তখন অবধারিতভাবেই তাঁরা হয়ে ওঠেন দেশটির সবচেয়ে আলোচিত দম্পতির একজন। বিয়ের পর দুই সন্তানের মা হয়েছেন আনুশকা। চার বছরের কন্যা ভামিকা ও ১৫ মাসের পুত্র আকয়। দুই সন্তানকে এই তারকা দম্পতি যেভাবে বড় করছেন, সেটাও প্রশংসিত হচ্ছে।
সন্তান পালনে আনুশকার দর্শন
বড় হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আনুশকা বলেছেন, শৈশব কীভাবে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে গঠন করে। ব্যক্তিত্ব গঠনের ব্যাপারে তিনি অভিভাবকদের ভূমিকার কথা তুলে ধরেন। আনুশকা বলেন, ‘একজন মানুষের দৃষ্টিভঙ্গি গঠনে ছোটবেলার মানসিক গঠন সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমি প্রগতিশীল পরিবেশে বেড়ে উঠেছি। তাই আমি চাই আমাদের বাড়ির মূল্যবোধেও সেটা প্রতিফলিত হোক।’
‘ভালোবাসাই তাঁদের পরিবারের ভিত্তি’ উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমরা চাই আমাদের সন্তান অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোক। এই মূল্যবোধ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। সন্তান বখাটে হয়ে বেড়ে উঠুক, এটা আমরা চাই না।’
ফ্যামিলি ইউনিট
সাক্ষাৎকারে আনুশকা আরও বলেন, সন্তান পালন করা শুধু মা বা বাবার দায়িত্ব নয়, এটি একটি যৌথ কাজ। তাঁর ভাষ্যে, ‘আমরা এটা মা-বাবার আলাদা দায়িত্ব হিসেবে দেখি না। আমরা একটি পরিবার হিসেবে একসঙ্গে কাজ করি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সন্তান যেন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়।’
সন্তানদের ক্ষেত্রে প্রথম কয়েক বছর আনুশকাই প্রধানত দেখাশোনার দায়িত্ব পালন করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারণ, এটাই বাস্তবতা। আমি নিজে আমার কাজের সময় ঠিক করতে পারি, বছরে একটি বা দুটি সিনেমা করতে পারি। কিন্তু বিরাট সেটা পারে না, তাঁকে সারা বছর খেলতে হয়। তাই আমাদের জন্য পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সন্তানের পাশে থাকার গুরুত্ব নিয়েও কথা বলেন অভিনেত্রী। ‘সময় বদলেছে। সন্তানদের জন্য খুব জরুরি যে তারা মা–বাবাকে যেন দেখে; কারণ, তারা আমাদের দেখেই শেখে। আমাদের পরিবারে যে বাইরে কাজ করাটা স্বাভাবিক ব্যাপার, সেটা ওরা বোঝে। হ্যাঁ, অবশ্যই, কাজ করার ক্ষেত্রে কিছু বিষয় ভিন্নভাবে ও আরও দক্ষতার সঙ্গে সামলাতে হয়,’ বলেন তিনি।
পাদপ্রদীপের আলো থেকে দূরে
মা-বাবা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের উপস্থিতি নিয়ে আনুশকার চিন্তা অনেক বেশি। অনেক বলিউড দম্পতি তাঁদের সন্তানদের সবার সামনে নিয়ে আসেন এবং সন্তানকে আলোচনার কেন্দ্রে রাখতে দ্বিধা করেন না। তবে আনুশকা ও বিরাট এখানে ব্যতিক্রম। তাঁরা তাদের সন্তানদের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছেন সবার আগে।
‘আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। আমরা সন্তানদের লাইমলাইটে রাখতে চাই না। তাই সন্তানদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। আমরা মনে করি, এ সিদ্ধান্ত সে বড় হয়ে নিজেই নিতে পারবে। কোনো শিশুকেই অন্যদের চেয়ে “বিশেষ” করে তোলা উচিত নয়। বড়দের পক্ষেও এই “বিশেষ হয়ে ওঠা” সামাল দেওয়া কঠিন। ছোটদের জন্য তো আরও কঠিন। তাই আমরা এটি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছি।’
সবশেষে আনুশকা বলেন, ‘সন্তান লালন-পালন সম্পর্কে আপনি অনেক উপদেশ শুনবেন। তবে আপনাকে শিখতে হবে চলার পথেই। নিজেকে চাপ দেওয়া যাবে না, কিন্তু সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। কারণ, অনেক ধরনের অনিশ্চয়তা সামনে আসতে পারে।’
আনুশকা কি আর অভিনয়ে ফিরবেন
সেই কবে আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমায় অভিনয় করেছিলেন আনুশকা শর্মা, অনেক দর্শক হয়তো ভুলেই গেছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল ডাহা ফ্লপ। ছবিতে আনুশকার জুটি ছিলেন শাহরুখ খান। এ ছবির ব্যর্থতার পর ২০২৩ সালে তিন সিনেমা দিয়ে প্রবলভাবে ফিরেছেন অভিনেতা। কিন্তু আনুশকা আর বড় পর্দায় ফেরেননি। শোনা যাচ্ছে, অভিনেত্রী আপাতত ক্যামেরার সামনে ফিরবেন না। ‘জিরো’র পর শোনা গিয়েছিল ‘চাকদাহ এক্সপ্রেস’ সিনেমা করছেন আনুশকা। এ ছবিতে তাঁকে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। কিন্তু নেটফ্লিক্সের সিনেমাটি এখনো মুক্তি পায়নি। মাঝে ২০২৩ সালে তথ্যচিত্র ‘দ্য রোমান্টিকস’ করেছেন বটে, কিন্তু বড় পর্দায় আর ফেরা হয়নি।
আনুশকার বড় পর্দায় গরহাজির থাকার মূল কারণ পারিবারিক ব্যস্ততা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা। এর পর থেকেই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথমবার মা হন আনুশকা, জন্ম হয় তাঁর মেয়ে ভামিকার। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার মা হন অভিনেত্রী, এবার তাঁর কোল আলো করে আসে পুত্রসন্তান আকয়। সিনেমার চেয়ে দুই সন্তানের দেখভালেই বেশি মন দিতে চান আনুশকা। মাঝখানে নিজের প্রযোজনা সংস্থা থেকে বেশ কিছু প্রশংসিত সিনেমা ও সিরিজ করেছেন অভিনেত্রী, কিন্তু আপাতত সেখানেই বিরতি টেনেছেন।
দুবার মা হওয়ার আগে ও পরে দীর্ঘ সময় ভারতের বাইরে ছিলেন আনুশকা। মাঝখানে কয়েকবার এমনও শোনা গেছে, লন্ডনেই থিতু হচ্ছেন তিনি। তবে অভিনেত্রী এ বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠজনেরা বলছেন, সন্তানেরা আরেকটু বড় হলেই অভিনয়ে ফিরবেন তিনি।