যে কারণে ওটিটিতেও বিক্রি হলো না ‘লাল সিং চাড্ডা’

‘লাল সিং চাড্ডা’য় আমির খান
ছবি : সংগৃহীত

‘পুষ্পা’, ‘আরআরআর’ থেকে ‘কেজিএফ টু’—ভারতে বড় বাজেটের, বড় তারকার ছবি মানেই ওটিটি প্ল্যাটফর্মগুলোর লড়াইয়ে নামা। কে কার ছবির ওটিটি স্বত্ব কিনতে পারবে, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ নিয়েও তেমন অবস্থাই হবে বলে মনে করা হচ্ছিল। তবে ছবি মুক্তির আগে প্রচারণার সময় দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, প্রেক্ষাগৃহে মুক্তির ছয় মাস পর ওটিটিতে মুক্তি দিতে চান ‘লাল সিং চাড্ডা’। তখনই স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটির বেশি দাম পাওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ, হলে মুক্তির এত দিন পরে ছবি মুক্তি দিতে ততটা আগ্রহী হয় না ওটিটি প্ল্যাটফর্মগুলো। তারপরও ‘লাল সিং চাড্ডা’ যে খুব কম দাম পাবে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ, আমির খানের ছবি বলে কথা।

‘লাল সিং চাড্ডা’য় কারিনা ও আমির খান
ছবি: সংগৃহীত

কিন্তু ১১ আগস্ট ছবিটি মুক্তির পর সব হিসাব–নিকাশ পাল্টে গেছে। বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে ছবিটি। মুক্তির পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ১০০ কোটি তো দূর, ৫০ কোটি আয়ের মাইলফলকও স্পর্শ করতে পারেনি ছবিটি। আমিরের শেষ ভরসা ছিল ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘লাল সিং চাড্ডা’ ওটিটিতে বিক্রির চেষ্টাও ব্যর্থ হয়েছে। জানা গেছে, মুক্তির আগেই ‘লাল সিং চাড্ডা’ নিয়ে নেটফ্লিক্স ও আমিরের মধ্যে আলোচনা শুরু হয়। এমনকি সে আলোচনায় অগ্রগতিও হয়। একপর্যায়ে অনেকেই মনে করছিলেন, আমির ও নেটফ্লিক্সের মধ্যে চুক্তির ঘোষণা আসবে। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় তাদের আলোচনা।

‘লাল সিং চাড্ডা’য় কারিনা কাপুর খান ও আমির খান
ছবি : সংগৃহীত

বলিউড হাঙ্গামা জানিয়েছে, আমির খান ও নেটফ্লিক্সের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ, ‘লাল সিং চাড্ডা’র আকাশচুম্বী মূল্য নির্ধারণ। ওই আলোচনার সঙ্গে যুক্ত একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আমির খান ছবিটি নেটফ্লিক্সকে দিতে ভীষণ আগ্রহী ছিলেন। কারণ, স্ট্রিমিং সাইটটির বিশ্বব্যাপী ২০০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। আমির বলেছিলেন, তাঁর ছবি প্রথম কয়েক দিনেই বক্স অফিসে ১৫০ কোটি রুপি আয় করবে; অনেক রেকর্ড ওলট–পালট করে দেবে। এ ছাড়া ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ছয় মাস পর ওটিটিতে দেখা যাবে। নিজের এই অবস্থানে অনড় ছিলেন আমির।

‘লাল সিং চাড্ডা’য় আমির ও কারিনা
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

কিন্তু নেটফ্লিক্স চাইছিল আরও আগে ছবিটি মুক্তি দিতে। ‘লাল সিং চাড্ডা’র জন্য তারা ৮০ থেকে ৯০ কোটি রুপি দাম হাঁকে। তবে আমির বলেন, ভারতের পর ছবিটি চীনে মুক্তি পাবে। এরপর তিনি ছবিটি ওটিটির জন্য ছাড়বেন। নেটফ্লিক্স যখন জানায়, ছয় মাস পর মুক্তি দিলে তারা সর্বোচ্চ ৫০ কোটি দেবে, তখন আমির জানিয়ে দেন, তিনি ১২৫ কোটির নিচে বেচবেন না। এভাবেই ভেস্তে যায় দুই পক্ষের আলোচনা।

‘লাল সিং চাড্ডা’ দিয়ে দিক্ষিণি তারকা নাগা চৈতন্যর বলিউড অভিষেক হয়েছে
ছবি: সংগৃহীত

এখানেই শেষ নয়, ছবিটি হলে মুক্তির পর নেটফ্লিক্স নাকি জানিয়ে দিয়েছে, ‘লাল সিং চাড্ডা’ নিয়ে তাদের আর কোনো আগ্রহ নেই। কেবল নেটফ্লিক্সই নয়, বড় কোনো ওটিটি প্ল্যাটফর্মও ছবিটি নিয়ে আগ্রহ দেখাচ্ছে না। ভুতসহ কয়েকটি প্ল্যাটফর্ম অবশ্য স্বত্ব পেতে আমিরের সঙ্গে যোগাযোগ করেছে।

আরও পড়ুন