বয়সে ১২ বছরের বড়, তাঁদের প্রেম–বিয়ের ঘটনায় শোরগোল পড়ে যায়

বেশ কিছু সিনেমায় অভিনয় করে তখন জনপ্রিয়তা পেয়েছেন। এর মধ্যেই একটি শুটিংয়ের পর প্রকাশ্যে নায়কের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন। পুরো বলিউডে ঘটনাটি আলোচিত হয়েছিল। এর কারণ ছিল, সেই নায়কের চেয়ে নায়িকার বয়সের ব্যবধান ১২ বছরের। বলছি অমৃতা সিংয়ের কথা। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর জানা–অজানা বিষয়গুলো জেনে নিতে পারেন।
১ / ৫
শৈশব থেকে তাঁর অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। তবে পেশা অভিনয়ের কথা কখনো ভাবেননি। অভিনয়ের আগে তিনি ব্যালে ড্যান্সার ছিলেন। সেখান থেকেই নব্বই দশকে নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান।
ছবি: সংগৃহীত
২ / ৫
অমৃতার বলিউডে যাত্রাটা ছিল শুভ। ১৯৮৩ সালে সানি দেওলের সঙ্গে ‘বেতাব’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি ব্যবসাসফল হলে আর পেছনে তাকাতে হয়নি এই নায়িকাকে।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
পরে পরিচালক রাহুল রাওয়ালি পরিচালিত একটি সিনেমায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় সাইফ আলী খানের সঙ্গে। সাইফ তখন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। তাঁদের বয়সের ব্যবধান ছিল ১২ বছরের। সেই সময়ই সাইফ-অমৃতা প্রেমে পড়েন। তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। এ ঘটনায় বেশ অবাক হয়েছিল বলিউড–দুনিয়া। চারদিকে শোরগোল পড়ে যায়। তৈরি হয় আলোচনা–সমালোচনা। যার মূল কারণ ছিল বয়সের ব্যবধান।
ছবি: সংগৃহীত
৪ / ৫
১২ বছরের বড় অমৃতার সঙ্গে ১৩ বছর সংসার করতে পেরেছিলেন সাইফ আলী। পরে ২০০৪ সালে তাঁরা নিজেরাই বিচ্ছেদের ঘোষণা করেন। এই পরিবারেই জন্ম সারা আলী খানের।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
অমৃতা সিংয়ের জন্ম ১৯৫৮ সালের ৯ ফেব্রুয়ারি, পাকিস্তানে। বিচ্ছেদের পর অমৃতাকে তেমন কোনো কাজে দেখা যায়নি। বলা যায়, অনিয়মিত হয়ে পড়েন। পরে তিনি সন্তানদের বড় করার পেছনে সময় দিয়েছেন। তবে সাইফের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময়ই ছিল।
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন