‘কেজিএফ’–এর রেকর্ড ভাঙতে চলেছে যে ছবি

অনেক দিন ধরেই ভারতে দক্ষিণি ছবির জয়জয়কার। একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছে দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রি। এরই ধারাবাহিকতায় এবার বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় ছবি ‘কানতারা’। কন্নড় ভাষায় গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ধারার ছবিটি। ছবিটি নির্মাণে খরচ হয়েছে মাত্র ১৬ কোটি রুপি। বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির আয় প্রায় ১৬০ কোটি রুপি।
ছবিটির সাফল্য দেখে নির্মাতারা ঘোষণা দেন হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় ছবিটি মুক্তি দেওয়ার। এরই পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পায়। এরপরই তেলেগু বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি।

চার দিনেই তেলেগুতে ছবিটি আয় করেছে ১৬ কোটি রুপি। তেলেগুতে ছবিটি পেছনে ফেলতে পারে ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ রেকর্ডকে। তেলেগুতে ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ সর্বসাকল্যে আয় করেছিল ২৪ কোটি রুপি।

তেলেগুতে ছবিটি যে জনপ্রিয়তা পেয়েছে, ধারণা করা হচ্ছে, খুব শিগগির ‘কেজিএফ’–এর আয়কে ছাড়িয়ে যাবে ‘কানতারা’। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে ছবিটি।

আইএমডিবির রেটিংয়েও ছবিটি পেছনে ফেলেছে ‘কেজিএফ: চ্যাপটার টু’ ও ‘আরআরআর’কে। ৯.৪ রেটিং পেয়েছে ছবিটি। অন‍্যদিকে, ‘কেজিএফ: চ্যাপটার টু’র রেটিং ৮.৪ এবং ‘আরআরআর’-এর রেটিং ৮।

‘কানতারা’ ছবির চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা—সবই কন্নড় তারকা ঋষভ শেঠি। এ ছবিতে আরও অভিনয় করেছে কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ। ‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে ছবিটিতে সেটা দেখিয়েছেন পরিচালক।