‘তিনি আমার সব ভুল নিজের কাঁধে নিতেন’, রজনীকে নিয়ে হৃতিক
বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।
১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।
‘দ্য রোশনস’-এর ট্রেলারের শুরুতেই দেখানো হবে অত্যন্ত খ্যাতনামা সংগীত পরিচালক রোশন লাল নাগরথের জীবনসংগ্রাম। এরপর তাঁর দুই ছেলে অভিনেতা চিত্রপরিচালক রাকেশ রোশন এবং সংগীত পরিচালক রাজেশ রোশনের জীবনের নানা কাহিনি তুলে ধরা হবে।
তথ্যচিত্রের অন্তিম পর্বে দেখানো হবে হৃতিকের সুপারস্টার হয়ে ওঠার নেপথ্য কাহিনি।
এদিনের ট্রেলার মুক্তি অনুষ্ঠানে হৃতিক অকপটে বলেন, ‘প্রথমে এ তথ্যচিত্রটি নির্মাণে আমার আপত্তি ছিল। চাইনি আমাকে নিয়ে কোনো তথ্যচিত্র নির্মাণ করা হোক। কিন্তু যখন বুঝলাম দাদাজি, পাপা, চাচু—সবাইকে নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করা হবে, তখন আপত্তির কোনো কারণ ছিল না।’ এই তারকা জানান, তাঁর দুই ছেলের মধ্যে এক ছেলের সিনেমা ও সংগীতের প্রতি আগ্রহ আছে। আর তাঁর ছেলে মিউজিক কম্পোজিশন করেন বলে জানান হৃতিক।
একটু আবেগপ্রবণ হয়ে অভিনেতা বলেন, ‘দাদাজিকে (রোশন লাল নাগরথ) আমি দেখিনি। আমি যদি সুযোগ পেতাম, তাহলে আমি আমার ছেলের সুর দেওয়া গান দাদাজিকে শোনাতাম। এটা আমার এক ইচ্ছা।’ হৃতিক জানান, তাঁর ভেতরে সিনেমাকে ঘিরে যে গভীর আবেগ আছে, তা পরিবারের কারণেই।
হৃতিকের বাবা ও অভিনেতা-চিত্রপরিচালক রাকেশ রোশন বলেন, ‘আমি আর আমার ভাই (রাজেশ) আমাদের বাবার লেগাসি দ্বারা অনুপ্রাণিত। এটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ক্রমাগত চেষ্টা করে এসেছি।’
‘দ্য রোশনস’-এ রোশন পরিবারের সংগ্রাম আর হিন্দি সিনেমাতে তাঁদের অবদানের কথা তুলে ধরা হবে। এই তথ্যচিত্রে জাভেদ আখতার, আশা ভোঁসলে, সঞ্জয় লীলা বানসালি, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিনতা, ভিকি কৌশলের মতো তারকাদের দেখা যাবে। এদিনের আসরে রোশন পরিবারের অ্যালবাম থেকে কিছু ছবি গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। এর মধ্যে একটা ছবিতে মেগাস্টার রজনীকান্তর সঙ্গে কিশোর হৃতিককে দেখা যায়।
১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘ভগবান দাদা’ সিনেমার ছবি এটা। এই সিনেমায় রজনীকান্তর সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন হৃতিক।
ছবিটিকে ঘিরে নিজের স্মৃতি রোমন্থন করে হৃতিক হেসে বলেন, ‘এটা এক মূর্খ বাচ্চার ছবি, যার একদমই ধারণা ছিল না যে রজনীকান্তর মতো মহান অভিনেতার সামনে সে দাঁড়িয়ে আছে। আমার জন্য তিনি “রজনী আঙ্কেল”ই ছিলেন। এই ছবির শুটিংয়ের সময় আমি প্রচুর ভুল করতাম। আর আমার নানাজি (জে ওমপ্রকাশ, পরিচালক) বলতেন “কাট”। আর তিনি (রজনীকান্ত) আমার সব ভুল নিজের কাঁধে নিয়ে বলতেন, “সরি সরি, আমারই ভুল।” প্রতিটা সময়ে আমি ভুল করতাম, রজনী স্যার এভাবেই তা নিজের কাঁধে নিতেন। আমি যাতে বেশি সচেতন না হয়ে যাই, তাই উনি এ রকম করতেন। সেটে এভাবেই উনি আমাকে আগলে রাখতেন। রজনী স্যার খুব বিনয়ী।’ এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘আমি যদি আজ তাঁর (রজনীকান্ত) সঙ্গে কাজ করার সুযোগ পাই, তাহলে বিষয়টা অন্য রকম হবে। ওনার সঙ্গে দৃশ্য ভাগ করে নেওয়ার চাপ আমি এখন উপলব্ধি করব।’
‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার এক ছবি এই আসরে তুলে ধরা হয়। ছবিতে হৃতিককে গিটার হাতে দেখা গেছে। ছবি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘ছবিটি আবার মুক্তি পাওয়ার ভয় আমাকে তাড়া করছে। দৃশ্যটির শুটিংয়ের এক দিন আগে আমাকে গিটার দেওয়া হয়েছিল। পুরো রাত আমি ঘুমাতে পারিনি। সারা রাত আমি গিটার প্র্যাকটিস করছিলাম।’