২৪ বছর বয়সে মালয়ালম অভিনেত্রীর মৃত্যু

লক্ষ্মীকা সাজিবন। ইনস্টাগ্রাম থেকে

মালয়ালম অভিনেত্রী লক্ষ্মীকা সাজিবন মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সংযুক্ত আমিরাতের শারজায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। মাত্র ২৪ বছর বয়সে অভিনেত্রীর মৃত্যুতে শোকে মুহ্যমান মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি ব্যাংকে কাজ করতেন লক্ষ্মীকা সাজিবন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মালয়ালম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘কাক্কা’য় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন লক্ষ্মীকা সাজিবন। এই ছবিতে তিনি পঞ্চমী নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকমহলে সমাদৃত হয়েছে। শুধু দর্শক নন, সমালোচকেরাও পছন্দ করেছেন তাঁর চরিত্রটি।

আজু আজিশ পরিচালিত ছবিটি ২০২১ সালের ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম নিসস্ট্রিমে মুক্তি পায়। পরে প্ল্যাটফর্মটিতে ৬০ লাখ ভিউ হয়েছিল সিনেমাটির।

লক্ষ্মীকা সাজিবন। ইনস্টাগ্রাম থেকে

এটি ছাড়া ‘পূজায়াম্মা’, ‘পঞ্চভারনাথথা’, ‘সৌদি ভেল্লাক্কা’, ‘উয়ারে’, ‘ওরু কুত্তানাদান ব্লগ’, ‘ওরু ইয়ামান্দান প্রেমকথা’, ‘নিত্যহরিতা নয়াগান’ ইত্যাদি  ছবিতে অভিনয় করেছেন লক্ষ্মীকা সাজিবন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত প্রশান্ত বি পরিচালিত ‘কুন’ ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছে। ‘পূজায়াম্মা’ ছবিতে শিক্ষিকার চরিত্রে তাঁর অভিনয় দর্শকেরা পছন্দ করেছিলেন।
অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন দক্ষিণি সিনেমার অভিনয়শিল্পী, পরিচালকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন ভক্তরা।