বাংলো কিনলেও তা মেরামত করার টাকা ছিল না শাহরুখ খানের কাছে

শাহরুখ খানকোলাজ

অন্দরসজ্জাশিল্পী হিসেবে বলিউডে বেশ নামডাক আছে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের। অনেক বলিউড তারকার বাসার অন্দরসজ্জা করেছেন তিনি। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর লেখা বই ‘মাই লাইফ ইন ডিজাইন’। এই বইয়ের মাধ্যমে অন্দরসজ্জাশিল্পী হিসেবে ভ্রমণের কথা তুলে ধরেছেন গৌরী।

দাম্পত্য জীবনের ৩২ বছর পার করেছেন শাহরুখ– গৌরী। কিন্তু আজও তাঁদের মধ্যে প্রেম অটুট। সময়ের স্রোতে শাহরুখ আর গৌরীর সম্পর্কের ভিত যেন আরও মজবুত হয়েছে। আর তা তাঁদের বিভিন্ন কথাবার্তায় প্রকাশ পেয়েছে। গতকাল সোমবার মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে গৌরী খানের বই ‘মাই লাইফ ইন ডিজাইন’ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন খান দম্পতি। এই অনুষ্ঠানে উঠে এল তাঁদের দাম্পত্য জীবনের টক-ঝাল-মিষ্টি নানান স্মৃতি।

অনুষ্ঠানে স্ত্রী গৌরী প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমরা একে অপরকে বহুদিন ধরে জানি। আমার বয়স তখন ১৮, আর গৌরীর বয়স ১৪। আমাদের বিবাহিত জীবনের ৩০ বছর পার হয়ে গেছে। দীর্ঘ সময় কাটানোর ফলে অনেক দম্পতি একে অপরের কাজকে হালকা ভাবে নেন। আর একে অপরের প্রশংসা করতে ভুলে যান। কিন্তু গৌরী নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেছে। আমরা দুজনে মিলে তিন সন্তানকে বড় করে তুলেছি। সে একজন ভালো স্ত্রী, আর ভালো মা।’ তিনি আরও বলেন, ‘গৌরীর মধ্যে এক অদ্ভুত আবেগ ছিল। কিন্তু আমি নিজের কাজে এতটাই ডুবে থাকতাম যে গৌরীর এই আবেগকে গুরুত্ব দিতে পারিনি।’

শাহরুখ ও গৌরীর বাড়ি ‘মান্নাত’-এর ভেতরের সাজ

অনুষ্ঠানে শাহরুখ জানান গৌরী কীভাবে অন্দরসজ্জার দুনিয়ায় পা রেখেছিলেন। তিনি বলেন, ‘মান্নাত’-কে সাজানোর জন্য কোনো পেশাদার শিল্পীকে নিয়োগ করার আর্থিক ক্ষমতা ছিল না তাঁদের।

তখন গৌরীই তাঁদের ‘মান্নাত’–এর অন্দরসজ্জা করেন। কিং খান বলেন, ‘আমরা দিল্লিতে তাজল্যান্ড হোটেলের একটা ঘরে থাকতাম। এই ঘরটা ছবির পরিচালকের ছিল। তিনি বলেছিলেন ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত আমরা এই ঘরটাতে থাকতে পারি। আমাদের কাছে তখন টাকা ছিল না। পরে টাকা হাতে আসতে আমরা বাংলো কিনে ফেলি।’

সময়ের স্রোতে শাহরুখ আর গৌরীর সম্পর্কের ভিত যেন আরও মজবুত হয়েছে।

বাংলো কিনলেও তার অবস্থা ছিল ভঙ্গুর। বাংলো মেরামত করে থাকার উপযুক্ত করে তোলার টাকা তাঁদের হাতে ছিল না।

শাহরুখ বলেন, ‘বাংলোটাকে আসবাব দিয়ে সাজিয়ে তোলারও আর্থিক ক্ষমতা ছিল না আমাদের। কোনো ডিজাইনারকে অন্দরসজ্জার দায়িত্ব দেওয়ার কথা তখন ভাবতেও পারিনি। আমি তখন গৌরীকে বলি এই দায়িত্ব নিতে। কারণ, তার মধ্যে এক শিল্পী সত্তা আছে। এইভাবে মান্নাতের সাজসজ্জা শুরু হয়ে যায়। আমরা যা আয় করতাম তা মান্নাতকে সাজানোর পেছনে ব্যয় করতাম।’

শাহরুখ খান
এএনআই

খান পরিবারে সবচেয়ে ব্যস্ত সদস্য হলেন গৌরী। আর নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন তিনি। স্বামী–স্ত্রী দুজনে ব্যস্ত থাকলেও পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খান বলে জানান এই বলিউড তারকা।