সিনেমা থেকে নিজেকে সরাতে চান আমির
বলিউড পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘ ক্যারিয়ারে দিয়েছেন বহু হিট সিনেমা। বড় পর্দায় আমির খানের শেষ সিনেমা ছিল ‘লাল সিং চাড্ডা’। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আমিরের অন্যান্য সিনেমার মতো বক্স অফিসে ততটা সাড়া ফেলেনি। বলা চলে ভরাডুবিই হয়েছিল সিনেমাটির। তখনই সিনেমা থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই তারকা। বলেছিলেন, ‘আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই।’ তখনো তাঁর এই মন্তব্য ঘিরে চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল।
সাম্প্রতিক সময়ে সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত ‘লাপাতা লেডিস’ নিয়ে আবারও আলোচনায় আমির। এখনো চারদিকে সিনেমাটির জয়জয়কার। এই সিনেমার প্রযোজনা থেকে প্রচার—সবখানেই দেখা গেছে আমিরের সরব উপস্থিতি। এর মধ্যেও আমিরের অবসর নিয়ে আবারও জল্পনা তুঙ্গে। এবার এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন আমির খান।
সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান—অভিনেতার এমন একটি মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে চলছে তুমুল আলোচনা। হঠাৎ কী কারণে আমিরের মুখে এমন কথা? প্রশ্ন নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের। অবশ্য এর উত্তরও লুকিয়ে আছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে। কারণ, সেখানেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন আমির খান। আর এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো পডকাস্ট।
সামাজিক মাধ্যম ইনস্টাতে পডকাস্টের এক ঝলক প্রকাশ করেছেন রিয়া। সেই ভিডিওতে আমিরকে বলতে শোনা যায়, সিনেমা থেকে আমাকে সরতে হবে। উত্তরে অবাক রিয়া বলেন, মিথ্যে। আমিরও পাল্টা বলেন, আমি সত্যি বলছি। তারপরও নাছোড়বান্দা রিয়া লাই ডিটেক্টর টেস্ট করে নায়কের কথার সত্যতা যাচাই করতে চেয়েছেন।
পাশাপাশি আমির খান বলেছেন, আমি ম্যাজিকে বিশ্বাস করি, পারফেকশনে নয়। পাশাপাশি পডকাস্টে নিজের নানা অজানা কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আমির।
ইনস্টা ক্যাপশনে নিজের পডকাস্টে আমিরের মতো সত্যিকারের বন্ধু এবং তারকাকে পেয়ে উচ্ছ্বাসের কথাও উল্লেখ করেছেন রিয়া। পডকাস্টটি ২৩ আগস্ট অর্থাৎ শুক্রবার প্রচারিত হবে।