‘লগান’–এর দুর্বল দিক নিয়ে বললেন স্বয়ং আমির
‘লগান’ আমির খানের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। কেবল আমিরেরই নয়, ভারতের চলচ্চিত্র ইতিহাসেরও অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘লগান’। মুক্তির পর তৃতীয় ভারতীয় সিনেমা হিসেবে অস্কারে মনোনীত হয়েছিল আশুতোষ গোয়াড়িকরের ছবিটি। ব্যাপক ব্যবসায়িক সাফল্য, সমালোচকদের তুমুল প্রশংসা—কী পায়নি ছবিটি। ২১ বছর পার হয়ে গেলেও ‘লগান’-এর প্রতিটি চরিত্র এখনো দর্শকমনে গেঁথে আছে। বিশেষ করে আমির অভিনীত ভুবন চরিত্রটির কথা তো বলাই বাহুল্য। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্রটির নিজেই কট্টর সমালোচনা করলেন আমির। তাঁর মতে, পর্দায় ভুবনের উপস্থিতি নিখুঁত ছিল না।
সম্প্রতি আইএমডিবিকে একটি সাক্ষাৎকার দেন অভিনেতা। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় ‘লগান’ রিমেকে করলে কোন বিষয়গুলো বদলাতে চাইবেন? আমির বলেন,‘আশুতোষকে বলব, ভুবন যেন দাড়ি-গোঁফ না কাটে। এটা আমি তাঁকে আগেও বলেছিলাম, এখানে পানি নেই। বৃষ্টি হয়নি। মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু লোকটি (ভুবন) প্রতিদিন শেভ করে। ভুবনের কাছে নিশ্চয় জলের গোপন সাপ্লাই আছে।’
পরিচালক আমিরের পরামর্শ মানেননি। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘কোনো কারণে আশুতোষ আমাকে ওই বিশেষ লুকেই চেয়েছিলেন। তিনি আমাকে ক্লিন শেভ লুকেই পছন্দ করেছিলেন। কিন্তু এটা আমার কাছে বেমানান ছিল। তাই আবার যদি ছবিটি হয়, বিষয়টি জোর দিয়ে বলব।’
২০০১ সালের ১৫ জুন মুক্তি পায় ‘লগান’। মাত্র ২৫ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে ৬৬ কোটি আয় করে। আমির এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ প্রচার নিয়ে। ১৯৯৪ সালের অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল হিন্দি রিমেক এটি। অদ্বৈত চন্দন পরিচালিত ছবিটিতে আমিরের নায়িকা কারিনা কাপুর খান। এ ছাড়া অভিনয় করেছেন তেলেগু তারকা নাগা চৈতন্য। ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবি। তবে মুক্তির আগে চিন্তায় আমির। কারণ, বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, ছবিটির আগাম টিকিট বিক্রি এখনো আশাজাগানিয়া নয়।