জন্মদিনে নতুন ছবির ঝলক দিয়ে চমকে দিলেন এই দক্ষিণি তারকা

‘কাঙ্গুভা’য় সুরিয়া। ভিডিও থেকে নেওয়া

কয়েক বছর ধরে তারকাদের জন্মদিন ধরে তাঁর নতুন সিনেমার ঘোষণা আসে। কখনো মুক্তি পায় পরের ছবির টিজার, ট্রেলার বা মুক্তির তারিখ। আজ দক্ষিণি তারকা সুরিয়ার জন্মদিন। ভক্তরা আশায় ছিলেন, তাঁর পরের সিনেমার কিছু কিছু এদিন আসবে। এই তারকাও ভক্তদের নিরাশ করেননি। জন্মদিনের প্রথম প্রহরেই প্রকাশ্যে এনেছেন তাঁর নতুন ছবি ‘কাঙ্গুভা’র প্রথম ঝলক, যা দেখে রীতিমতো চমকে গেছেন তাঁর ভক্তরা। খবর পিংকভিলার

ইতিহাসনির্ভর তামিল অ্যাকশন ড্রামা সিনেমা ‘কাঙ্গুভা’ বানিয়েছেন শিবা। ছবিতে সুরিয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে।

আরও পড়ুন

গত রাতে মুক্তি পাওয়া ছবির প্রথম ঝলকে ভিন্ন মেজাজে পাওয়া গেছে সুরিয়াকে। এখানে এক লড়াকু যোদ্ধার ভূমিকায় দেখা যায় এই তারকাকে।

‘কাঙ্গুভা’য় সুরিয়া। ভিডিও থেকে নেওয়া

ঝলকের একেবারে শেষ অংশে দেখানো হয়েছে তাঁর চেহারা, বেপরোয়া এক যোদ্ধার ভূমিকায় তাঁকে দেখে চমকে গেছেন তাঁর অনেক ভক্ত। কেউ তো চিনতেই পারেননি। নেট–দুনিয়াজুড়ে এখন তাই চলছে সুরিয়া-বন্দনা।

কয়েক বছর ধরেই রোমান্টিক, অ্যাকশন, ড্রামা—নানা ঘরানার ছবিতে দেখা যাচ্ছে সুরিয়াকে।

সুরিয়া। ফেসবুক থেকে

এসব ছবি যেমন ব্যবসায়িক সাফল্য পেয়েছে, তেমনি ভারতজুড়ে অভিনেতার আলাদা গ্রহণযোগ্যতাও তৈরি করেছে। এ ছবিও সে পথেই হাঁটবে—মনে করছেন তাঁর অনেক ভক্ত।

৩৫০ কোটি রুপি বাজেটের ছবিটি আগামী বছরের শুরুর দিকেই মুক্তি পাওয়ার কথা। সুরিয়া অভিনীত ৪২তম ছবিটির এখনো শুটিং চলছে। ভারতের তামিলনাড়ু, গোয়া, কেরালা ছাড়াও থাইল্যান্ডে ছবিটির শুটিং হবে। আগামী নভেম্বরে শুটিং শেষ করে মুক্তির প্রস্তুতি শুরু করবেন নির্মাতারা।

সুরিয়া, দিশা পাটানি ছাড়াও এ ছবিতে আরও আছেন যোগী বাবু, রেডিন কিংসলে, জগপতি বাবু প্রমুখ। এতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে।