কত নম্বর প্রেমিক? ট্রলের জবাবে নায়িকা বলেন, ‘ভালোবাসা চেয়েও পাইনি’
তাঁকে অনেকেই হিন্দি ও দক্ষিণি সিনেমার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মনে করেছিলেন। কিন্তু প্রত্যাশামতো শ্রুতি হাসানের ক্যারিয়ার সেভাবে এগোয়নি। মাঝে ব্যক্তিগত কারণেও কিছুটা আড়ালে ছিলেন অভিনেত্রী। ফিল্মফেয়ারের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা, ব্যক্তিগত জীবনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন শ্রুতি।
শ্রুতি হাসানের অতীতে একাধিক সম্পর্ক ছিল। তিনি তাঁর সম্পর্ক নিয়ে বিশেষ লুকোছাপা করেননি। মাইকেল কর্সেল থেকে শান্তনু হাজরাসহ একাধিক ব্যক্তিত্বের সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন।
এই সাক্ষাৎকারে অভিনেত্রী মুখ খুললেন তাঁর সম্পর্ক নিয়ে। জানালেন, কোনো সম্পর্ক যে বেশি দিন টেকেনি, এটা নিয়ে তাঁর কোনো আফসোস নেই। একই সঙ্গে তিনি কথা বলেন ট্রল হওয়া নিয়েও।
আত্মসমালোচনা করে শ্রুতি বলেন, ‘আমি কয়েকজন মানুষকে আঘাত দিয়েছি। এখন মনে হয় সেটা করা উচিত হয়নি। এর বাইরে আমার কোনো কিছু নেই, কোনো আফসোস নেই। আমি জোকার ছিলাম? আচ্ছা বেশ তাহলে তা–ই। যে মানুষগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ, তাঁদের কাউকে আমি ভুল করে আঘাত দিয়েছি। এখন সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিই।’
শ্রুতি আরও বলেন, তিনি তাঁর অতীতের সম্পর্ক থেকে কখনোই প্রভাবিত হননি। শ্রুতি বলেন, ‘আমাদের সবারই একটা করে মারাত্মক অতীত থাকে, প্রাক্তন থাকে। আমি যখন যে অধ্যায় শেষ করি, সেটা নিয়ে কোনো আফসোস রাখি না। তাই মানুষ যখন বলেন, “এটা তোমার কত নম্বর প্রেমিক?” তখন আমি বলি আপনারা বুঝছেন না, এটা আপনার জন্য কেবল একটা সংখ্যা, আমার জন্য এটা সেই সংখ্যা, যতবার আমি ভালোবাসা চেয়েও পাইনি। আমার সেটা নিয়ে খারাপ লাগে না। কিন্তু খারাপ তো লাগেই। আমি একজন মানুষ তো!’
২০০৯ সালে হিন্দি সিনেমা ‘লাক’ দিয়ে অভিষেকের পর দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমা কাজ করেছেন শ্রুতি। তবে কখনোই প্রথম সারির অভিনেত্রীদের কাতারে নিজেকে দাঁড় করাতে পারেননি।
শ্রুতিকে সবশেষ দেখা গেছে প্রশান্ত নীলের ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’ সিনেমায়। শ্রুতির আশা, চলতি বছর তিনি ক্যারিয়ারের নতুন দিশা পাবেন। ২০২৫ সালে শ্রুতি অভিনীত ‘কুলি’ সিনেমাটি মুক্তি পাবে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত বড় বাজেটের তারকাবহুল এ ছবিতে আরও আছেন রজনীকান্ত, নাগার্জুন প্রমুখ।