ক্যাটরিনা কাইফের দক্ষিণি সিনেমাগুলো সম্পর্কে কতটা জানেন

দুই দশক আগে ২০০৩ সালে ‘বুম’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় ক্যাটরিনা কাইফের। তবে তখনই বলিউডে তাঁর পায়ের নিচের মাটি শক্ত হয়নি, সেটা হয় আরও কয়েক বছর পরে। তবে এর মধ্যে বেশ কয়েকটি দক্ষিণি সিনেমায় অভিনয় করেন ক্যাট। পরে হিন্দি সিনেমার সাফল্যে যা চাপা পড়ে যায়। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেসব সিনেমার খবর।
১ / ৪
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘বুম’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, গুলশান গ্রোভার। ছবিটিতে গুলশান গ্রোভারের সঙ্গে ক্যাটরিনা কাইফের একটি অন্তরঙ্গ ছিল, পরে অবশ্য সম্পাদনা করে দৃশ্যটি বাদ দেওয়া হয়
আইএমডিবি থেকে নেওয়া
২ / ৪
‘বুম’ মুক্তির ঠিক পরের বছরই তেলেগু সিনেমা করেন ক্যাটরিনা। ‘মাল্লিশ্বরী’ দিয়ে দক্ষিণি সিনেমায় অভিষেক হয় তাঁর। ছবিটিতে তাঁর সঙ্গে ছিলেন ভেঙ্কোটেশ
আইএমডিবি থেকে নেওয়া
৩ / ৪
২০০৫ সালে আরেকটি তেলেগু সিনেমা করেন ক্যাটরিনা—‘আল্লারি পিডুগু’। ছবিটিতে স্বাতি চরিত্রে দেখা যায় তাঁকে। এ ছবিতে ক্যাটের সঙ্গে ছিলেন রঘু বাবু
আইএমডিবি থেকে নেওয়া
আরও পড়ুন
৪ / ৪
২০০৬ সালে মালয়ালম সিনেমায় অভিষেক হয় ক্যাটরিনা কাইফের। ‘বলরাম ভার্সেস থারাদাস’ নামের সিনেমাটি ছিল ড্রামা ঘরানার। ছবিতে ছিলেন মালয়ালম তারকা মামুত্তিও। তবে সেই শেষ, এরপর ধীরে ধীরে হিন্দি সিনেমায় ক্যাটের পায়ের নিচে মাটি শক্ত হয়; এরপর আর দক্ষিণি সিনেমায় দেখা যায়নি ক্যাটরিনাকে
আইএমডিবি থেকে নেওয়া