প্রথম দিন কত আয় করল শাহরুখের ‘জওয়ান’

‘জওয়ান’–এ শাহরুখ। ফেসবুক থেকে

আসমুদ্রহিমাচল পর্যন্ত এখন দারুণভাবে আছড়ে পড়েছে ‘জওয়ান’–সুনামি। সমগ্র ভারত এখন মজে আছে শাহরুখ খানে। ‘জওয়ান’ এখন শুধু একটি সিনেমা নয়, এক উৎসবের আকার নিয়েছে। আর তার প্রতিফলন বক্স অফিসে ধরা পড়েছে।

আরও পড়ুন

গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। গতকাল ভারতের বেশ কিছু অঞ্চলের প্রেক্ষাগৃহের দরজা ভোর পাঁচটায় খুলে গেছে। দর্শকের চাপে কলকাতারও বেশ কিছু থিয়েটারে কাকভোরে শো রাখা হয়েছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে গতকাল থেকে মানুষের উপচে পড়া ভিড়।

আবালবৃদ্ধবণিতা—সবাই এই জনসমুদ্রে শামিল হয়েছেন। কোথাও কোথাও শাহরুখের কাটআউটকে দুধ দিয়ে স্নান করিয়ে দিতে দেখা গেছে। ফুল, চন্দন ও ধূপ দিয়ে শাহরুখপ্রেমীরা তাঁদের প্রিয় তারকার রীতিমতো পূজা করেছেন। ঢাকঢোল বাজিয়ে, নেচে–গেয়ে সারা রাত ধরে কিং খান–অনুরাগীরা উদ্‌যাপন করেছেন ‘জওয়ান ডে’।

‘জওয়ান’–এ নয়নতারা। আইএমডিবি

সাত মাস আগে মুক্তি পেয়েছিল কিং খানের ‘পাঠান’। এই ছবিও বক্স অফিসে বাজিমাত করেছিল। তবে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ শুরুতেই সবাইকে ছাপিয়ে গেছে। এমনকি বক্স অফিসের দৌড়ে এখনই ‘পাঠান’কে টপকে গেছে কিং খানের এই ছবি। বিভিন্ন বাণিজ্য–বিশ্লেষকদের টুইট অনুযায়ী, ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে প্রায় ৭৫ কোটি রুপি ব্যবসা করেছে। শুধু হিন্দি সংস্করণ থেকেই ছবিটি ৬৫ কোটির মতো আয় করেছে। অবশিষ্ট ১০ কোটি এসেছে তামিল ও তেলেগু সংস্করণ থেকে। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’ এক দিনের কালেকশনের দিক থেকে সবচেয়ে বেশি আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে। এরপরই আছে শাহরুখের ‘পাঠান’। মুক্তির প্রথম দিন এই ছবির লক্ষ্মীলাভ ছিল ৫৭ কোটি। তাই এত দিন ‘পাঠান’-এর ঝুলিতে এই রেকর্ড ছিল।

কিন্তু অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সেই রেকর্ড এবার ভেঙে দিল। এদিকে ‘পাঠান’ ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে আয় করেছিল ৭০ কোটি। আর দেশের বক্স অফিস থেকে মোট আয় করেছিল ৫৪৩ কোটি। এদিকে সানি দেওলের ‘গদার ২’ এখন পর্যন্ত ৫১০ কোটি আয় করেছে। হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা প্রথম পাঁচ ছবি হলো, ‘জওয়ান’, ‘পাঠান’, ‘কেজিএফ ২’, ‘ওয়ার’ ও ‘থাগস অব হিন্দুস্তান’।

‘জওয়ান’–এ বিজয় সেতুপতি। ফেসবুক থেকে

শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত ‘জওয়ান’ ছবিটির বাজেট ৩০০ থেকে ৩৫০ কোটি রুপি। ছবিটি মুক্তির প্রথম দিনই মোট বাজেটের প্রায় ২০ শতাংশের বেশি আয় করে ব্লকবাস্টার ছবি হওয়ার প্রথম ধাপ পার করে ফেলেছে। সাধারণ মানুষ থেকে চিত্রসমালোচক—সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে শাহরুখের দুরন্ত অভিনয় তাঁর সব নিন্দুকের মুখ বন্ধ করে দিয়েছে। কিং খানের ম্যাজিকের সামনে সবাই যেন ফিকে। বাণিজ্য–বিশ্লেষকদের মতে, যে গতিতে ছুটছে, তাতে শুধু দেশি বক্স অফিস থেকে এই সপ্তাহান্তে ২০০ কোটি রুপির অঙ্ক পার করে দেবে ‘জওয়ান’।

‘জওয়ান’–জ্বরে উত্তর থেকে দক্ষিণের অনেক ফিল্মি তারকাই আক্রান্ত। সবাই ভালোবাসা উজাড় করে দিচ্ছেন শাহরুখের ছবিটিকে। কঙ্গনা রনৌতের গলায়ও ঝরে পড়েছে ‘জওয়ান’–স্তুতি। এমনকি তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখকে ‘সিনেমার ঈশ্বর’ বলে সংবোধন করেছেন।