বলিউডে ব্যর্থ কাজলের বোন, কারণটা নিজেই জানালেন

তানিশা মুখার্জী। ইনস্টাগ্রাম

হিন্দি সিনেমায় অভিষেকের দুই দশক পূর্ণ হয়েছে। দু-একটি সিনেমা সম্ভাবনা দেখিয়েছিলেন বটে, কিন্তু মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি তানিশা মুখার্জি। কিন্তু কেন? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তানিশা।

আরও পড়ুন

বলিউডে তারকার পুত্র-কন্যারা অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, কেউ কেউ আবার কয়েকটি সিনেমা করে হারিয়েও গেছেন। পরিচালক শমু মুখার্জি-অভিনেত্রী তনুজার কন্যা, কাজলের ছোট বোন তানিশা শুরুটা করেছিলেন ২০০৩ সালে। প্রথম ছবি ছিল  ‘শসসস...’, যদিও সেভাবে আলোচিত হয়নি সিনেমাটি।

এরপর তানিশা করেন রামগোপাল ভার্মার ‘সরকার’, রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম সিজনে অংশ নিয়ে নজর কাড়েন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি।

তানিশা মুখার্জী। ইনস্টাগ্রাম

হিন্দি ছাড়াও দক্ষিণি সিনেমা করেন তানিশা। বিনয় রাজের সঙ্গে তামিল সিনেমা ‘উন্নালে উন্নালে’ ব্যবসায়িক সাফল্য পায়। ২০০৫ সালে একক নায়িকা হিসেবে করেন হিন্দি সিনেমা ‘নিল অ্যান্ড নিক্কি’। ছবিতে তাঁর আবেদনময়ী উপস্থিতি নজর কাড়ে। এরপর আরও সিনেমা করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি।

‘নিল অ্যান্ড নিক্কি’ সিনেমায় উদয় চোপড়া ও তানিশা মুখার্জি। আইএমডিবি

তানিশা নতুন করে আলোচনায় আসেন ২০১৬ সালে শুরু হওয়া রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি’র সপ্তম সিজন দিয়ে। কিন্তু সিনেমার খবর সেভাবে মিলছিল না। পাঁচ বছর বিরতির পর ২০২১ সালে মুক্তি পায় তাঁর সিনেমা ‘কোড নেম আবদুল’। এ সিনেমাও তেমন সাড়া ফেলতে পারেনি।

চলচ্চিত্র ক্যারিয়ার গতি না পাওয়া প্রসঙ্গে তানিশা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমি ভালো পরিচালকের কিছু সিনেমা করেছি।

তানিশা মুখার্জী। ইনস্টাগ্রাম

তবে এর বাইর নতুন পরিচালকের অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি, সবগুলো বাজে ছিল। স্বভাবতই রাজি হইনি। কারণ, সিনেমা সব সময়ই আমার প্যাশন, ক্যারিয়ার হিসেবে নিইনি।’

তানিশা মুখার্জী। ইনস্টাগ্রাম

চিত্রনাট্য বাছাইয়ে বেশি খুঁতখুঁতে স্বভাবের কারণে তাঁর সিনেমার সংখ্যা কম বলেও মনে করেন তানিশা। তবে কম কাজ করা নিয়ে কোনো আক্ষেপ নেই তানিশার। পড়াশোনা, ঘোরাঘুরি মিলিয়ে দুর্দান্ত জীবন কাটাচ্ছেন বলেও জানান অভিনেত্রী। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে অভিনয় নিয়ে কোর্স করেছেন বলেও জানান তানিশা।

তানিশার বোন কাজল সফল অভিনেত্রী। তাই বারবারই কাজলের সঙ্গে তানিশার তুলনা করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই বাজে ব্যাপার (তুলনা)। আমি তার মতো অতটা ভালো নই, তার (কাজল) বোন হিসেবে কখনো চাপও অনুভব করিনি।’

তানিশা মুখার্জী। ইনস্টাগ্রাম

কাজলের স্বামী অজয় দেবগন জনপ্রিয় অভিনেতার সঙ্গে সফল প্রযোজক-পরিচালকও। ভবিষ্যতে বড় বোনের স্বামীর প্রযোজনায় অভিনয়ের সুযোগ পেলে খুশি হবেন বলেও জানান তানিশা।