বিতর্ক পেছনে ফেলে অবশেষে মুক্তি পেল আমির-পুত্রের সিনেমা

‘মহারাজ’-এর দৃশ্য। নেটফ্লিক্স

আমির খানের পুত্র জুনায়েদ খানের বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল ওটিটির হাত ধরে। গত শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর ওয়েব ফিল্ম ‘মহারাজ’-এর।

কিন্তু আইনি জটিলটায় শেষ পর্যন্ত আটকে যায় সিনেমাটির মুক্তি। ভক্তদের জন্য সুখবর, অবশেষে মুক্তি পেয়েছে সিনেমাটি। খবর হিন্দুস্তান টাইমসের

আরও পড়ুন

সিনেমাটি আটকে ছিল গুজরাট হাইকোর্টের স্থগিতাদেশে। অবশেষে সেই স্থগিতাদেশের নোটিশ উঠে গেছে। প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে গুজরাট হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছে।

ভারতের একটি ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ জারি করা হয়েছিল।

সিনেমার পোস্টার। নেটফ্লিক্স

১৮৬২ সালের মহারাজ লিবেল কেসকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি জনশৃঙ্খলায় ফাটল ধরাতে পারে, এমনকি এই সম্প্রদায়ের অনুসারীদের বিরুদ্ধে হিংসা উসকে দিতে পারে, এই আশঙ্কায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল সংগঠনটি।

এই আবেদনে উল্লেখ করা হয়েছিল, এই সিনেমায় ভগবান কৃষ্ণ ও তাঁকে নিয়ে থাকা ভক্তিমূলক গানের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য রয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে সিনেমাটির ট্রেলারসহ পর্যাপ্ত প্রচারণামূলক কাজ বেশি না করেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
‘মহারাজ’ সিনেমায় জুনায়েদকে সাংবাদিক ও সমাজসংস্কারক করসনদাস মুলজির চরিত্রে দেখা গেছে।