সেই মুন্নির ইনস্টাগ্রাম-ফেসবুকে অনুসারী কত

সিনেমা মুক্তির পর রাতারাতি খ্যাতি পাওয়া ‘মুন্নি’ পরে আর কোনো সিনেমায় সেভাবে অভিনয় করেননি। এক সিনেমাই তাঁকে ভক্তদের কাছে পরিচিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়িয়েছে অনুসারীসংখ্যা। চিনতে পেরেছেন এই শিশুশিল্পীকে? বলছি ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার অভিনেত্রী হারশালি মালহোত্রার কথা। আজ তিনি ১৬ বছরে পা রাখলেন। জন্মদিন উপলক্ষে তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক জানা-অজানা তথ্য।
১ / ৭
শুটিংয়ে সালমানের সঙ্গে একাধিক দৃশ্যে দেখা গেছে এই শিশুকে। এ জন্য তাঁদের ভালো বোঝাপড়া দরকার ছিল। সালমান খান শুটিংয়ে শিশুটির সঙ্গে জমিয়ে আড্ডা দেন। তাঁদের বন্ধুত্ব হতে বেশি সময় লাগে না।
ছবি: ফেসবুক
২ / ৭
শৈশবেই অভিনয়ে হাতেখড়ি। মাত্র ২১ মাস বয়সে এই অভিনেত্রী প্রথম বিজ্ঞাপনে নাম লেখান। কিন্তু সবচেয়ে বেশি পরিচিতি পেতে থাকেন ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা থেকে।
ছবি: ফেসবুক
৩ / ৭
প্রথমে অডিশন দিতে হয় তাঁকে। পরিচালক পাঁচ হাজার শিশুর মধ্যে বেছে নেন হারশালিকে।
ছবি: ফেসবুক
৪ / ৭
হারশালি শৈশব থেকেই প্রচুর কথা বলেন। তবে সে অভ্যাস এখন বদলেছে। এখন তাঁকে খুব একটা কথা বলতে দেখা যায় না। তবে ঘন ঘন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন।
ছবি: ফেসবুক
৫ / ৭
ইনস্টাগ্রামে তিনি খুবই সক্রিয়। নিজের সব খবর সেখানেই জানান।
ছবি: ফেসবুক
৬ / ৭
বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম অনুসারী ৩৪ লাখ। ফেসবুকে অনুসারী এক কোটির বেশি, যা অভিনেত্রী মেহজাবীনের সমান।
ছবি: ফেসবুক
৭ / ৭
বর্তমানে তিনি পড়াশোনা করছেন আর কত্থক নাচ শিখছেন। নিয়মিত নাচ করেন। সেগুলো ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন। আর বাইরে বের হলেই তাঁকে শুনতে হয় ‘আপনি কি মুন্নি’? কারণ, এখন সেই মুন্নি আর ছোট নেই। হারশালির জন্ম ২০০৮ সালে, মুম্বাইয়ে।
ছবি: ফেসবুক