খুশি কি আসলেই প্রেম করছেন
আগামী মাসে জুনায়েদ খানের বিপরীতে খুশি কাপুর ‘লাভিয়াপা’র হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তবে বড় পর্দায় পা রাখার আগেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। অনেকেরই ধারণা, অভিনেত্রী বেদাং রায়নার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন! এবার প্রেম নিয়ে খুশি নিজেই কথা বলেছেন।
কানেক্ট সিনেকে দেওয়া এক সাক্ষাৎকারে খুশিকে র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নিতে দেখা যায়। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় যে রোমান্টিক মুহূর্ত তিনি ফোনে ধরে রাখেন কি না? এ প্রশ্নের উত্তরে তিনি অকপটে জবাব দেন, ‘খুব একটা যে করি, তা নয়। যদি আমার ইচ্ছা হয়, তবে আমি আগে প্রস্তাব দিয়ে থাকি।’
নায়িকার মুখে এই কথা শুনে আরও জিজ্ঞাসা করা হয় যে অতীতে কোনো প্রেমের প্রস্তাব তাঁর ওপর প্রভাব ফেলেছিল কি না? তিনি সবাইকে অবাক করে বলেন, ‘আমাকে এখনো কেউ কোনো প্রেমের প্রস্তাব দেয়নি।’
প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে কান পাতলেই খুশি ও বেদাং রায়না সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এ জুটিকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। তা ছাড়া সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই নজর কাড়েন তাঁরা। তবে কেউই তাঁদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
কাজের সূত্রে খুশি বর্তমানে ‘লাভিয়াপা’র প্রচারে ব্যস্ত। ছবিটি একটি রোমান্টিক কমেডি ধাঁচের। এই ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী।
ছবিটিতে খুশির বিপরীতে রয়েছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। তাঁরা ছাড়াও এ ছবিতে দেখা যাবে গ্রুশা কাপুর, আশুতোষ রানাকে।