ধাক্কায় উল্টে গেল রেসিং গাড়ি, কেমন আছেন জনপ্রিয় দক্ষিণি অভিনেতা অজিত?

অজিত কুমার। ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণি তারকা অজিত কুমার রেসিং কার ও বাইক চালাতে পছন্দ করেন। মুম্বাই, চেন্নাইসহ বিভিন্ন জায়গায় রেসিং প্রতিযোগিতায় তাঁকে অংশ নিতেও দেখা গেছে। তবে এবার রেসিং করতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার অভিনেতা। খবর ইন্ডিয়া টুডের
দুবাইতে রেসিং প্রতিযোগিতায় গিয়ে দুর্ঘটনার কবলে দক্ষিণি অভিনেতা অজিত কুমারের গাড়ি। তবে অভিনেতার ম্যানেজার সুরেশচন্দ্র কুমার জানাচ্ছেন, দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অভিনেতা অক্ষতই আছেন। তবে আরেকটু হলে প্রাণও যেতে পারত তাঁর। গাড়ির গতিবেগ ছিল ১৮০ কিলোমিটার!

জানা যাচ্ছে, এই রেসিং প্রতিযোগিতায় যোগ দিতে দুবাই গিয়েছিলেন অজিত কুমার। এই প্রতিযোগিতার নিয়ম হলো, ২৪ ঘণ্টার রিলে রেস।

সিনেমার দৃশ্যে অজিত কুমার। আইএমডিবি

প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। তারই অনুশীলন চলছিল। সে সময় ১৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন অজিত। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর উল্টে যায় গাড়িটি। গাড়ি থেকে ধোঁয়াও বের হতে থাকে। তবে গাড়ি থামামাত্রই সেখান থেকে বের হয়ে আসেন অভিনেতা। এই ভিডিও সামনে আসতেই চিন্তিত হয়ে পড়েন অজিত কুমারের অনুরাগীরা। তবে সৌভাগ্যক্রমে অজিত কুমারের কোনো রকম আঘাত লাগেনি।

তামিল ছবির অন্যতম জনপ্রিয় তারকা অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ ২০টির বেশি পুরস্কার আছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন