আরেকটি সুখবর দিলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা
সময়টা দারুণ যাচ্ছে ভারতীয় অভিনেতা বিক্রান্ত ম্যাসির। তাঁর অভিনীত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি নিয়ে এখনো আলোচনা হচ্ছে। একের পর এক আনন্দের খবর পাচ্ছেন এই অভিনেতা। এর মধ্যে যোগ হলো আরেকটি, বাবা হলেন বিক্রান্ত ম্যাসি। বুধবারই জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের। পরিবারে নতুন অতিথির আগমনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিক্রান্ত ও শীতল দুজনই। সুখবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে বিক্রান্ত লেখেন, ‘আমরা আমাদের পুত্রসন্তানের আগমনের খবর আনন্দের সঙ্গে ঘোষণা করছি।’ তাঁদের এই পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী থেকে অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন মনীশ মালহোত্রা, রসিকা দুগ্গলসহ আরও একাধিক বলিউড সেলিব্রিটি। জানা গেছে, মা ও ছেলে দুজনই ভালো আছে।
২০১৫ সাল থেকে প্রেম করছেন বিক্রান্ত ও শীতল। একতা কাপুর প্রযোজিত সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। ২০১৯ সালে বাগ্দান, তারপর ২০২২ সালে হিমাচল প্রদেশে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা।
প্রসঙ্গত, ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রামের গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে প্রাণ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বলিউডের অভিনেতা বিক্রান্ত ম্যাসি; মনোজের মতো বিক্রান্তও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন; সিনেমায় প্রতিষ্ঠা পেতে কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, দিনের পর দিন অর্থকষ্টে ভুগেছেন তিনি। সেই দুঃসময়ে অনেকে তাঁর নম্বর ব্লক করে দিয়েছিলেন। তবে পরিবারকে পাশে পেয়েছেন। বিক্রান্ত বলেন, ‘একসময় লোকাল ট্রেনে ঝুলতে ঝুলতে জীবন কেটেছে। বাড়ির অবস্থা দেখে ইন্ডাস্ট্রির অনেক বন্ধু আমাকে দূরে সরিয়েছিল। এমনকি আমার আর্থিক দুর্দশা দেখে অনেকেই আমার ফোন নম্বর ব্লক করে দিয়েছিল। তবে আমি আমার পরিবারকে সব সময় পাশে পেয়েছি। কিছু ভালো বন্ধু আছে, যাদের আমার সফলতা বা ব্যর্থতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে আমি নিজের প্রতি কখনো আস্থা হারাইনি।’