ভিকির দাপটে ধরাশায়ী অর্জুন
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাবা’। লক্ষ্মণ উতেকর পরিচালিত ঐতিহাসিক ড্রামাধর্মী ছবির দাপট এখনো চলছে। ভিকি অভিনীত এ সিনেমার দাপটে অর্জন কাপুর অভিনীত ছবি ‘মেরে হাজব্যান্ড কী বিবি’ প্রায় ধরাশায়ী।
হিন্দি ছায়াছবির মন্দা বাজারকে রীতিমতো চাঙা করছে ‘ছাবা’। এ ছবির হাত ধরে বলিউডের বক্স অফিসের খরা কিছুটা কেটেছে। তবে ‘ছাবা’–ঝড়ে অন্য হিন্দি ছবিগুলোর অবস্থা খুব খারাপ।
ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’ ছবিটি ৩৪৫ কোটি ২৫ লাখ ব্যবসা করে ফেলেছে। গতকাল সোমবার মুক্তির ১১ দিনে এই পিরিয়ড ড্রামাধর্মী ছবিটি ১৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম সপ্তাহে ‘ছাবা’র কালেকশন ছিল ২১৯ দশমিক ২৫ লাখ।
গত শুক্রবার এ ছবির আয়ের অঙ্ক ছিল ২৩ দশমিক ৫০ লাখ। ‘ছাবা’ শনি ও রোববার ব্যবসা করেছিল ৪৪ কোটি ও ৪০ কোটি। ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ থাকা সত্ত্বেও ছবিটি দেখতে হলে ভিড় করেছিলেন সিনেমাপ্রেমীরা।
এদিকে শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে অর্জুন কাপুর, ভূমি পেড়নেকর ও রাকুল প্রীত সিং অভিনীত ছবি ‘মেরে হাজব্যান্ড কী বিবি’। মুদাসসর আজিজ পরিচালিত ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই ধুঁকছে।
রোমান্টিক-কমেডি ছবিটি ওপেনিং ডেতে আয় করেছে ১ কোটি ৫০ লাখ। ছবিটি মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ব্যবসা করেছে ১ দশমিক ৭০ লাখ ও ১ দশমিক ১১ লাখ। গতকাল ‘মেরে হাজব্যান্ড কী বিবি’ ছবির আয়ের অঙ্ক কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৫১ লাখ রুপিতে। তবে বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, অর্জুন কাপুরের এ ছবির আয়ের অঙ্ক আরও পড়তির দিকে হবে। ‘মেরে হাজব্যান্ড কী বিবি’ এখন পর্যন্ত নিজেদের ঝুলিতে মোট পুরেছে ৪ দশমিক ৮২ লাখ রুপি।