‘অভিনেত্রী হিসেবে আমি অলস’

২৫ বছর ধরে হিন্দি ছবিতে কাজ করছেন অভিনেত্রী শিবা চাড্ডা। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ দ্য ট্রায়াল: প্যায়ার, কানুন, ধোঁকা। সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে তাঁর মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির।
শিবা চাড্ডা
ইনস্টাগ্রাম থেকে

শুরুতে উঠে আসে ‘দ্য ট্রায়াল’ সিরিজের কথা। শিবা বলেন, ‘টানটান চিত্রনাট্য, দারুণ পরিচালক, সহ-অভিনেতারা সব দুর্দান্ত—এ রকম একটা প্রকল্প আসতেই আমি হ্যাঁ করে দিয়েছিলাম।’ সুপর্ণ ভার্মা পরিচালিত এই সিরিজে তাঁকে ‘মালিনী’ চরিত্রে দেখা গেছে। নিজের চরিত্র প্রসঙ্গে শিবা বলেন, ‘আমার মনে হয়, এই চরিত্রের সঙ্গে কমবেশি অনেক মেয়ে নিজেকে রিলেট করতে পারবেন। কারণ, আমাদের; অর্থাৎ মেয়েদের সাংসারিক ও পেশাগত জীবনে নানাভাবে কাঠগড়ায় দাঁড়াতে হয়।’

সিরিজের দুই মূল চরিত্রে আছেন কাজল ও যীশু সেনগুপ্ত। এই দুই তারকার সঙ্গে কাজ করে দারুণ উচ্ছ্বসিত শিবা।

শিবা চাড্ডা
ইনস্টাগ্রাম থেকে

কাজলের প্রসঙ্গে বলেন, ‘কাজল পর্দায় যে কতটা তুখোড়, তা সবারই জানা। পর্দার পেছনের মানুষটাও দুর্দান্ত। সহ-অভিনেতা হিসেবে তিনি ভীষণই ভালো। সবাইকে সঙ্গে নিয়ে চলতে জানেন। সেটে সবাইকে অনায়াসে সহজ করে দিতেন। সারা দিন নানাভাবে কাজল আমার প্রশংসা করে যেতেন। কখনো আমার লুক নিয়ে, কখনো অভিনয় নিয়ে।’

সিরিজে যীশুর সঙ্গে খুব বেশি দৃশ্য নেই। তারপরও অভিনেতার ব্যক্তিত্বে মুগ্ধ শিবা, ‘যীশুর ব্যক্তিত্বটা ভীষণই শান্ত আর স্নিগ্ধ। তাঁর এই দিকটা আমাকে বেশি আকর্ষণ করত। আগামী দিনে আমি তাঁর সঙ্গে আরও কাজ করতে চাই।’

আরও পড়ুন

বড় পর্দা বা ওটিটি—সব সময় নতুন চরিত্র উপহার দিয়ে এসেছেন শিবা। চরিত্র নির্বাচনের প্রসঙ্গে হেসে তিনি বলেন, ‘এখানে আমার কোনো কৃতিত্ব নেই। কারণ, আমি লেখক নই। তাই আমি চরিত্র সৃষ্টি করি না। আমাকে নির্মাতারা নানা স্বাদের চরিত্রে অভিনয়ের সুযোগ দেন, তাই সব কৃতিত্ব তাঁদেরই প্রাপ্য।’

২৫ বছরের দীর্ঘ এই ফিল্মি ভ্রমণের কথায় শিবা বলেন, ‘আমার এই ভ্রমণ সম্পূর্ণ পরিকল্পনাহীন৷ সময়ের স্রোতে এগিয়ে চলেছি। সত্যি বলতে, অভিনেত্রী হিসেবে আমি অত্যন্ত অলস। এমনকি নিজের চরিত্রের জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুতিও নিই না।’
২১ জুলাই জিও সিনেমাতে আসতে চলেছে ওয়েব ছবি ‘ট্রায়াল পিরিয়ড’। আলেয়া সেন পরিচালিত এই ছবিতে শিবাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

শিবা চাড্ডা
ইনস্টাগ্রাম থেকে