আইএমডিবির ভারতীয় তারকার তালিকার শীর্ষে দীপিকা, শাহরুখ কত নম্বরে

ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) গত এক দশকে ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে? এর ওপর ভিত্তি করে ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি।
১ / ৫
আইএমডিবি জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন
ফেসবুক থেকে নেওয়া
২ / ৫
তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। গত দুই বছরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। সামনে তাঁকে ‘কিং’ নামে একটি সিনেমায় পাওয়া যাবে
ছবি: এএফপি
৩ / ৫
তৃতীয় স্থানে রয়েছেন ঐশ্বরিয়া রাই। তাঁকে শেষবার ‘পোন্নিইন সেলভান’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় অভিনয়ের ঘোষণা আসেনি
ছবি : ইনস্টাগ্রাম
৪ / ৫
চতুর্থ অবস্থানে রয়েছেন আলিয়া ভাট। আলিয়াকে সর্বশেষ ‘রকি অউর রানী কি প্রেমকাহানি’ সিনেমায় পাওয়া গেছে
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
প্রয়াত অভিনেতা ইরফান খান রয়েছেন পঞ্চম স্থানে। ২০২০ সালের ২৯ এপ্রিল মারা গেছেন এই অভিনেতা
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন