সাইকেল থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন কাজল, এরপর...

কাজল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজলকে দেখা যায় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে আড্ডায়। সেখানে তিনি ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন ঘটনার স্মৃতিচারণা করেন। এ সিনেমার শুটিংয়ে কাজল দুর্ঘটনায় পড়েন। তিনি সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এ কারণে তিনি কিছু সময়ের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন। সে সময় পরিচালক করণ জোহর ও কাজলের সহ-অভিনেতা শাহরুখ খান ভয় পেয়ে যান। তবে ভয় পেলেও মজা করতে ছাড়েননি করণ। আর কাজল সে কথাই তুলে ধরেছেন ফারাহ খানের শোতে।
ফারাহ কাজলকে বলেন, “‘কুছ কুছ হোতা হ্যায়” সিনেমার সময় তুমি সাইকেল থেকে পড়ে যাও। যখন তোমার জ্ঞান ফেরে, তখন আমরা খেয়াল করি, তুমি কিছু মনে করতে পারছ না। কাউকে চিনতেও পারনি। আমার মনে হয়, তুমি আসলে করণকে ভুলে যাওয়ার জন্য এটা করেছিলে।’

ফারাহর কথায় কাজল হেসে ওঠেন। তিনি বলেন, ‘আসলে করণই চেয়েছিল আমি স্মৃতি হারাই। যেন সে আমাকে বোঝাতে পারে, আমি একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার!’


তারপর এ সিনেমার সহ-অভিনেতা শাখরুখের প্রসঙ্গে কাজল বলেন, ‘আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, আর তখন শাখরুখ আমাকে ওষুধ খাওয়াতে চাচ্ছিল। আর আমি বারবার বলছিলাম, আমি ওষুধ খেতে চাই না। তারপর তিন ঘণ্টা পর হঠাৎ সব মনে পড়ে গেল। মাথায় ব্যথাও ছিল না। আমি একদম ঠিক হয়ে গেলাম। আমি তখনো বুঝতে পারনি, আমার এতক্ষণ কোনো স্মৃতি ছিল না। আমি যখন শাহরুখকে বললাম, আমি একদম ঠিক আছি, শাহরুখ তখন বলল, “ইডিয়ট, তুমি ট্যাবলেট খেয়েছিলে বলেই সুস্থ হয়ে উঠেছ।”’
এ ঘটনা প্রসঙ্গে কাজল ‘ম্যাশেবল ইন্ডিয়া’কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে জানান, ‘এ ঘটনার সময় আমি করণ-শাহরুখ কাউকেই চিনতে পারছিলাম না। আমি কাঁদতে কাঁদতে তাদের দিকে তাকিয়ে বলছিলাম, তোমরা কে? আমি কোথায়? আমাকে বাড়ি নিয়ে চলো!
‘এ ঘটনায় তাঁরা দুজন একেবারে ঘাবড়ে যায়। কারণ, সে সময় বাড়ি ফেরা ছিল প্রায় অসম্ভব। আমরা তখন মরিশাসে শুটিং করছিলাম।’

‘মা’ সিনেমার পোস্টারে কাজল। আইএমডিবি

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফারাহ খানও কাজলের সঙ্গে মজা করতে ছাড়েন না। তিনি বলেন, ‘আগে প্রযোজকেরা বলত, যদি নায়িকা শুটিংয়ের সময় পড়ে যায়, তাহলে সিনেমা হিট হবে! কাজল তো প্রায় সব ছবিতেই পড়ে যেত। তাই শুটিং শেষে আমরা স্বস্তির নিশ্বাস ফেলতাম। ভাবতাম, যাক, ছবি এবার হিট হবে!’


‘কাল হো না হো’র শুটিংয়ের কথা মনে করে ফারাহ আরও বলেন, ‘শুটিংয়ে প্রীতি জিনতা ব্রিজে দাঁড়িয়ে শট দিচ্ছিল, হঠাৎ সে পড়ে গেল। আমরা তখন ভাবলাম, এ তো শুভ লক্ষণ! সিনেমা নিশ্চয়ই হিট হবে।’
ফারাহ মজা করে আরও বলেন, ‘মাঝেমধ্যে আমি নিজেই অভিনেতাদের হালকা করে ধাক্কা দিই, যেন ওরা একটু পড়ে যায়।’
উল্লেখ্য, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’—দুটি সিনেমাই বলিউডের তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল ছিল। নব্বইয়ের দশকে করণ জোহর পরিচালিত ‘কুচ কুচ হোতা হ্যায়’ ১০০ কোটির বেশি আয় করে। সিনেমাটি আটটি ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেয়। ‘কাল হো না হো’র পরিচালক নিখিল আদবানি, প্রযোজক হিসেবে ছিলেন করণ জোহর। এ সিনেমা ৮৫ কোটি রুপির বেশি আয় করে, সেই সঙ্গে দুটি জাতীয় পুরস্কার ও আটটি ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেয়।

সিনেমার দৃশ্যে কাজল ও অজয়। আইএমডিবি

কাজলের নতুন কাজ
কাজল এখন ব্যস্ত নিজের নতুন সিনেমা ‘মা’-এর প্রচারে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বিশাল ফুরিয়া পরিচালিত সিনেমাটির প্রযোজক কাজলের স্বামী অজয় দেবগন। ছবিতে নিজের সন্তানকে রক্ষা করতে তাঁকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে।

ছবিতে কাজলকে এক কিশোরীর মায়ের ভূমিকায় দেখা গেছে। বাস্তব জীবনে দুই সন্তানের মা কাজল। মাতৃত্ব নিয়ে এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘আমি মনে করি, মা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এক অদ্ভুত শক্তি চলে আসে, আমরা তখন সারা দুনিয়ার সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়ে যাই। আর নিজের সন্তানকে যখন রক্ষা করার প্রশ্ন আসে, তখন নিজেদের মধ্যে এক ক্ষমতা চলে আসে। আপনি তখন যা কিছু করতে প্রস্তুত থাকেন।’

‘মা’ ছবির হাত ধরে প্রথম ভৌতিক ঘরানার ছবির দুনিয়ায় পা রাখছেন কাজল। এই নতুন ঘরানার ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘খুবই মজার অভিজ্ঞতা ছিল। তবে অভিনয়ের দিক থেকে বিশেষ আলাদা কিছু ছিল না। এ ছবির কাহিনি অবশ্য একদমই আলাদা। আর ছবিতে মায়ের লড়াই খুবই অন্য ধরনের। ছবিতে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অ্যাকশন করা। এ ছবিতে প্রচুর অ্যাকশন আছে। আর আমি প্রথমবার এমন করেছি, যা শারীরিকভাবে খুবই চ্যালেঞ্জিং ছিল।’