default-image

ই–টাইমস জানিয়েছে, ক্যাটরিনা আগে কফি ছাড়া কিছুই বানাতে পারতেন না। তবে বিয়ের পর নিজের ‘দুর্নাম’ ঘোচাতে ওঠেপড়ে লেগেছেন অভিনেত্রী। চেষ্টা করছেন দুপুর বা রাতের খাবার বানানো শিখতে।

default-image

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র ই–টাইমসকে জানিয়েছে, চরিত্রের প্রস্তুতির জন্য নয়, ক্যাটরিনা এখন ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন মুম্বাইয়ের আন্ধেরির ওবেরয় স্প্রিং অ্যাপার্টমেন্টের রান্নাঘরে। ভিকির মা–বাবা গত কয়েক সপ্তাহ নিয়মিতই দুপুর বা রাতের খাবার খেতে আসছেন। বিয়ের পর এই প্রথম এতটা সময় ধরে ‘বউমা’কে কাছে পেয়েছেন তাঁরা।

default-image

সূত্রটি আরও জানিয়েছে, কোনো একটি বিশেষ খাবার নয়, বরং দুপুরের বা রাতের পূর্ণাঙ্গ খাবার তৈরি শিখছেন তিনি। এ ব্যাপারে শাশুড়ির প্রবল উৎসাহও পাচ্ছেন। তিনি ক্যাটকে রান্নার অনেক কিছু দেখিয়েও দিচ্ছেন।এদিকে কিছুদিন ধরেই ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়। তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, খবরটি পুরোপুরি ভুয়া।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন