‘বর্জন বলিউড’ হ্যাশট্যাগে পোস্টের হিড়িক, নেপথ্যে কী

সুশান্ত সিং রাজপুতইনস্টাগ্রাম

‘বর্জন বলিউড’ হ্যাশট্যাগে এক্সে (সাবেক টুইটার) রীতিমতো ঝড় উঠেছে। এই হ্যাশট্যাগে একের পর এক পোস্ট করছেন এক্স ব্যবহারকারীরা।
আজ সোমবার বিকেলে দেখা গেছে, এক্সে ‘বর্জন বলিউড’ হ্যাশট্যাগ বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে। এই হ্যাশট্যাগে সোমবার বিকেল ৫টা পর্যন্ত ১ হাজার ৩০০–এর বেশি পোস্ট করা হয়েছে; এই সংখ্যা হু হু করে বাড়ছে।

হঠাৎ করে বলিউড বর্জনের ডাক আসছে কেন? বর্জনের ডাকের সঙ্গে প্রয়াত তরুণ বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের যোগ রয়েছে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় সুশান্তর মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের প্রতিবেদনে সুশান্তর আত্মহত্যার কথা বলা হলেও তা মানতে নারাজ তাঁর অনুরাগীরা। অনুরাগীদের অভিযোগ, সুশান্তকে খুন করা হয়েছে।

এক্সে ‘বর্জন বলিউড’ হ্যাশট্যাগ বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে
ছবি: এক্স

বিচারের দাবিতে এক্স ও বিভিন্ন সামাজিক মাধ্যমে সরব থাকেন সুশান্তের অনুরাগীরা। অনুরাগীদের আলোচনার সুবাদে মাঝেমধ্যেই এক্সে ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসেন ‘ছিছোড়ে’ অভিনেতা সুশান্ত।
মৃত্যুর চার বছর পরও সুশান্তকে মনে রেখেছেন তাঁর অনুরাগীরা। সুশান্তকে খুনের পেছনে বলিউডের রাজনীতিকেও দোষারোপ করেন সুশান্তর ভক্তরা। ফলে খুনের বিচারের দাবির সঙ্গে ‘বর্জন বলিউড’ হ্যাশট্যাগেও সোচ্চার রয়েছেন তাঁরা।
সোমবার দুপুরে এক্সে ‘বর্জন বলিউড’ হ্যাশট্যাগে এক পোস্টে একজন লিখেছেন, ‘১ হাজার ৩৩৮ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো বিচার হয়নি। সুশান্তকে হত্যা করা হয়েছে। এর পেছনে রিয়া ও সন্দীপ রয়েছেন।’

কেউ কেউ সুশান্তের ভিডিও জুড়ে দিয়ে আবেগঘন পোস্ট লিখেছেন। সপ্তাহ তিনেক ধরে হঠাৎ করেই সুশান্তকে নিয়ে এক্সে বিস্তর চর্চা চলছে। এতে সবচেয়ে বেশিবার ‘বর্জন বলিউড’ হ্যাশট্যাগ ব্যবহৃত হয়েছে বলেই এটি ট্রেন্ডিংয়ে রয়েছে।
সম্প্রতি সাবেক প্রেমিক সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা বলেছেন ভারতের অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তা নিয়েও আলোচনা হয়েছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন