এমন চরিত্রে মানুষিকে কেউ ভাবেননি

মানুষি ছিল্লার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘মালিক’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রাজকুমার রাও ও মানুষি ছিল্লার। পুলকিত পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে একেবারে নতুন রূপে ধরা দেবেন তাঁরা। সম্প্রতি মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে অকপটে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দুই তারকা।

মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে মানুষি ছিল্লার। এএফপি

সাবেক বিশ্বসুন্দরী মানুষি এত দিন গ্ল্যামারাস চরিত্রেই বেশি দেখা দিয়েছেন। তবে ‘মালিক’ ছবিতে তিনি একদমই ভিন্ন ভূমিকায়, পুরোপুরি গ্ল্যামারহীন চরিত্রে হাজির হচ্ছেন। ছবিতে তাঁকে দেখা যাবে রাজকুমারের স্ত্রী ‘শালিনী’র চরিত্রে। নিজের চরিত্র প্রসঙ্গে মানুষি বলেন, ‘এই চরিত্রের কথা যখন পরিচালক ও লেখক প্রথম কল্পনা করেন, তখন আমি তাঁদের ভাবনাতেও ছিলাম না। এর আগে কেউ আমাকে এমন চরিত্রে দেখেননি। তবে সৌভাগ্যবশত আমি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। আর নিজের ওপর বিশ্বাস আছে, হয়তো পেরেছি।’

অন্যদিকে রাজকুমার রাও বলেন, ‘অনেকে মানুষিকে হয়তো এমন ডি-গ্ল্যাম চরিত্রের জন্য ভাবতে পারেন না। কিন্তু আমি মনে করি, ওর মুখে রয়েছে অসাধারণ ভারতীয় সৌন্দর্য। ও খুবই সহজ-সরল, মাটির মানুষ। এমন চরিত্রে ওর আরও কাজ করা উচিত। আবার হরিয়ানার মেয়ে হওয়ায় ভাষার ওপরও ওর ভালো দখল আছে। আমি মনে করি, এই চরিত্রে ও দুর্দান্ত মানিয়ে গেছে। পর্দায় ওকে দেখলে দর্শক মুগ্ধ হবেন। মানুষি নিজেই বলেছেন, কেউ তাঁকে এমন চরিত্রে ভাবতে পারেননি।’

ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে রাজকুমার রাও ও প্রসেনজিৎ। এএফপি

ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবিতে রাজকুমার ও প্রসেনজিৎকে মুখোমুখি সংঘাতে দেখা যাবে। শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে রাজকুমার বলেন, ‘আমাদের “বং কানেকশন” তো সবারই জানা। পত্রলেখা আমাদের সেই যোগসূত্র। তবে এই ছবিতে আমাদের চরিত্রগুলো এমন, যেখানে একসঙ্গে বসে খাওয়ার সুযোগই ছিল না (হেসে)। বুম্বাদার সঙ্গে কাজ করা সব সময়ই দারুণ অভিজ্ঞতা। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে ওনার সবচেয়ে বড় গুণ, তিনি খুব ভালো মানুষ। কোনো শিল্পীর সঙ্গে কাজের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। এই ছবিতে তাঁকে একদম আলাদা রূপে দেখা যাবে। তাঁর অভিনয়ে এক বিশেষ একটি দিক আছে আছে, যা দর্শকদের চমকে দেবে।’

মানুষি ছিল্লার
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অনুষ্ঠানে উঠে আসে রাজকুমার রাও অভিনীত সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের প্রসঙ্গও। প্রসেনজিৎ বলেন, ‘কয়েক দিন আগে সৌরভের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল। আমরা দুজনই বিশেষ অতিথি ছিলাম। ওকে বলেছিলাম, ওর ছবির জন্য খুব খুশি। আর বলেছিলাম, রাজকুমারের সঙ্গে এখন কাজ করছি, শিগগিরই ওর সঙ্গে দেখা হবে। রাজকুমার আর সৌরভ—দুজনকেই শুভকামনা।’
‘মালিক’ মুক্তি পাবে ১১ জুলাই।

আরও পড়ুন