২৮তলায় ছিলাম, বিল্ডিং দুলতে শুরু করল...

এস এস রাজামৌলি। এক্স থেকে

জাপানে গিয়ে ভূমিকম্পের কবলে নন্দিত ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলি। সম্প্রতি জাপানে তাঁর আলোচিত সিনেমা ‘আরআরআর’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষেই দেশটিতে গিয়েছিলেন রাজামৌলি। সেখান থেকে এক্সে ভূমিকম্পের অভিজ্ঞতা জানিয়েছেন রাজামৌলির ছেলে এস এস কার্তিকেয়।

জাপান ভূমিকম্পপ্রবণ দেশ। জাপানে হরহামেশাই ভূমিকম্প হয়। তাই মানসিকভাবে জাপানিরা বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকেন। কিন্তু রাজামৌলির কাছে বিষয়টি নতুন। পুরো বিষয়টি জানিয়েছেন পরিচালকের ছেলে এস এস কার্তিকেয়। এক্সে (সাবেক টুইটার) একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে তাঁর হাতের স্মার্ট ঘড়ির ডায়ালে ভূমিকম্পের সতর্কবাণী ফুটে উঠেছে। ছবিটির সঙ্গে কার্তিকেয় লেখেন, ‘২৮ তলায় ছিলাম এবং ধীরে ধীরে মাটি দুলতে শুরু করল। ওটা যে ভূমিকম্প, সেটা বুঝতে কিছুটা সময় লেগেছে। ভয় পাওয়ার আগেই দেখলাম জাপানিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, যেন বৃষ্টি শুরু হয়েছে।’

কার্তিকেয়র বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁদের জন্য সমাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ জানিয়েছেন। আবার রাজামৌলি সুরক্ষিত আছেন জেনেও কেউ কেউ তাঁকে শুভকামনাও জানিয়েছেন।

আরও পড়ুন

‘আরআরআর’-এর জাপানি পরিবেশক সংস্থা জানিয়েছে, গত ১৮ মার্চ টোকিওর দুটি মাল্টিপ্লেক্সে ছবিটি দেখানো হয়েছে। প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ ছিল। রাজামৌলিকে দেখতে অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিচালকের সঙ্গে এই ছবি নিয়ে আলোচনায় মাতেন।

এদিকে আগেই জানা গেছে, রাজামৌলির পরবর্তী ছবির প্রধান চরিত্রে দেখা যাবে আরেক দক্ষিণি তারকা মহেশ বাবুকে। শোনা যাচ্ছে, কোনো অরণ্য অভিযানকে কেন্দ্র করে সেই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে।