শচীন, কার্তিকের সঙ্গে আনুশকা, একসঙ্গে নাসিরুদ্দিন-কমল হাসান

সিনেমার প্রিমিয়ার, শুটিং থেকে দিনযাপনের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তারকারা। এসব ছবি থেকে জানা যায় তাঁদের অনেক খবর। এনডিটিভি অবলম্বনে তারকাদের ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তেমনই কিছু খবর—
১ / ৪
গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ দেখতে মাঠে গিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ফ্লাইটে তাঁর সঙ্গে দেখা হয় সাবেক দুই ভারতীয় ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার এবং দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা। আহমেদাবাদের পথে, ফ্লাইটে।’ ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৪
লেখক, প্রযোজক, পরিচালক হিসেবে বলিউডে ৪৫ বছর পূর্ণ করলেন বিধু বিনোদ চোপড়া। এ উপলক্ষে গত শুক্রবার মুম্বাইতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। যেখানে বসেছিল তারকাদের মিলনমেলা। ছবিতে দেখা যাচ্ছে জ্যাকি শ্রফ, নাসিরুদ্দিন শাহ, কমল হাসান ও বিধু বিনোদ চোপড়াকে। ছবি: এএফপি
৩ / ৪
একসঙ্গে নাসিরুদ্দিন শাহ ও কমল হাসান। ছবি: এএফপি
৪ / ৪
বিধু বিনোদ চোপড়ার সঙ্গে তাঁর স্ত্রী সমালোচক অনুপমা চোপড়া। ছবি: এএফপি