খান পরিবারের বউ সীমা এখন কেমন আছেন

সীমা সাজদেহ। ইনস্টাগ্রাম থেকে

সীমা সাজদেহ একটা সময় সালমান খানের পরিবারের বউ ছিলেন। ১৯৯৮ সালে সীমাকে বিয়ে করেছিলেন অভিনেতা সোহেল খান। তবে ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। অতিসম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি।

‘দ্য হিলিং সার্কেল’কে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানান, বিয়ের পর তিনি অন্যের ওপর বেশ নির্ভরশীল হয়ে পড়েছিলেন। বিবাহবিচ্ছেদের পর তাঁকে অনেক কিছু সামলাতে হচ্ছে। সীমা বলেন, বিবাহবিচ্ছেদ তাঁর জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট।

সোহেল ও সীমা। এক্স থেকে

বিচ্ছেদের পর তিনি অনেক কিছুতে নিজেই চেষ্টা করতে শিখেছেন। যার মধ্যে অস্ত্রোপচারের স্বাস্থ্যবীমাসংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করতে হয়েছে তাঁকে। এসব অভিজ্ঞতা তাঁকে জীবনে এগিয়ে যেতে ও আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে। সীমা বলেছেন, ‘এখন তিনি মনে করেন যে তিনি আগের চেয়ে অনেক পরিণত।’

ব্যক্তিগত জীবন বদলে যাওয়ার বিষয়ে সীমা বলেছেন, বর্তমানে তিনি একা ডিনার করা থেকে শুরু করে বেড়াতে যাওয়া—প্রতিটি ছোট–বড় অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি নিজেকে এখন সম্পূর্ণ মনে করেন। নিজেই নিজের সঙ্গে কাটানো সময়টা উপভোগ করতে শিখেছেন। সীমা এখন বিক্রম আহুজার সঙ্গে প্রেম করছেন। এই সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন।

এর আগে নেটফ্লিক্সের সিরিজ ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এর একটি পর্বে সীমা বলেছিলেন, তাঁর বান্দ্রা থেকে ওরলিতে স্থানান্তরের সিদ্ধান্তে বড় ছেলে নির্বাণ বিশেষ খুশি নয়।

আরও পড়ুন

সে তার বাবার বান্দ্রার বাড়িতেই বেশি সময় কাটায়। তবে সীমা জানান, তিনি ছোট ছেলে ইয়োহানের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে সে আরও খেলার সঙ্গী পায়। সোহেলের থেকে আলাদা হওয়ার পরও সীমা শুরুতে সোহেলের বাড়ির কাছাকাছিই একটি বাড়িতে থাকতেন।