বশ করেছে ‘শয়তান’!

শুক্রবার মুক্তি পেয়েছে বিকাশ বেহেল পরিচালিত ‘শয়তান’কোলাজ

‘রেহনা হে তেরে দিল মে’-বলিউড অভিনেতা মাধবনের রোমান্টিক সিনেমাটির কথা মনে আছে? মিষ্টি চেহারার মাধবনের সেরা প্রেমের ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল তুমুল জনপ্রিয় সিনেমাটি। যে ছবি দেখে এখনো হৃদয়ে ঝড় ওঠে ভক্তদের। ‘সাচ কেহরাহা হেয় দিওয়ানা’, গানটি প্রত্যাখ্যাত প্রেমিকদের থিম সং! এরপর ‘থ্রি ইডিয়টস’ সিনেমাতেও আমির খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন মাধবন। ‘তনু ওয়েডস মনু’সহ বহু ছবিতে অভিনয়ের জাদু দেখিয়েছেন এই অভিনেতা। মাধবনকে শেষ দেখা যায় ‘রকেটারি-দ্য নামবি এফেক্ট’ ছবিতে। কিন্তু কে বলবে এই মাধবনই সেই মাধবন? এবার সম্পূর্ণ ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হয়েছেন অভিনেতা। কালো জাদু দেখিয়ে বশ করেছেন ভক্তদের।

শুক্রবারই বক্স অফিসে মুক্তি পেয়েছে বিকাশ বেহেল পরিচালিত মাধবনের নতুন সিনেমা ‘শয়তান’। ট্রেলারেই বাজিমাত করেন শয়তানরূপী মাধবন। বক্স অফিসে ঝড় তোলার অপেক্ষাও শেষ হলো, যা সিনেমার প্রথম দিনের আয় দেখেই বোঝা হয়ে গেছে চলচ্চিত্র বিশ্লেষকদের। স্যাকনিল্ক ডটকমের রিপোর্টে বলা হয়েছে, অজয় দেবগন আর দক্ষিণি অভিনেত্রী জ্যোতিকা, মাধবনের সুপারন্যাচারাল থ্রিলার ছবিটি প্রথম দিনেই ঘরে তুলে নিয়েছে ১৪ কোটি রুপির বেশি।

অভিনয় করেছেন মাধবন ও অজয় দেবগন
কোলাজ

থ্রিলারধর্মী এই সিনেমা মুক্তির পরই চারদিকে হইচই পড়ে গেছে। উচ্ছ্বসিত মাধবন, অজয় দেবগন, জ্যোতিকার ভক্তরা। ‘শয়তান’কে অসামান্য, অসাধারণ পারফরম্যান্স বলছেন হররপ্রেমীরা। কেউ বলছেন, ‘পুরো সিনেমা এক নিশ্বাসে দেখে ফেলার মতো। ছবিতে নেই একটিও নিস্তেজ মুহূর্ত’। টুইটারে কেউ বলছেন, ভিলেন হিসেবে মাধবনের দুর্দান্ত অভিনয়। পাশাপাশি অজয় দেবগন, জ্যোতিকা আর বাচ্চারাও খুব ভালো অভিনয় করেছে। নেটিজেনরা বলছেন, ‘ভালো দৃশ্যায়ন, ব্যাকগ্রাউন্ড মিউজিক—সব মিলিয়ে ভালো থ্রিরাল সিনেমা ‘‘শয়তান’’। আরেকজন লিখেছেন, ‘ওয়াও! গুজবাম্পস। তিনজনের কী পারফরম্যান্স।’

‘শয়তান’ সিনেমার দৃশ্য। এক্স থেকে

মূলত কালো জাদু আর বশীকরণ বিষয়বস্তকে ঘিরে তৈরি হয়েছে থ্রিলারধর্মী সিনেমা শয়তান। আর শয়তান অবতারে দারুণ চমক দেখিয়েছেন মাধবন। ছবিতে ফোনে ব্যাটারি চার্জ করার নামে (অজয় দেবগন) এবং তাঁর স্ত্রীর (জ্যোতিকা) সংসারে ঢুকে পড়েন এক আগন্তুক (মাধবন)। কিন্তু পরে বসার ঘর থেকে ওঠার নামই নেই তাঁর। হঠাৎ বদলে যেতে থাকে ওই দম্পতির মেয়ে জাহ্নবী (জানকি বোধিওয়ালা)। মাধবনের কথায় কাঠপুতলির মতো উঠতে-বসতে শুরু করে মেয়েটি।

আরও পড়ুন

কখনো বাক্সভর্তি চা–পাতা খাচ্ছে তো, কখনো নিজের গালে চড় মারছে। আবার মা-বাবাকেও আক্রমণ করতে ছাড়ছে না মেয়েটি। শুধু তা–ই নয়, সিলিন্ডার খুলে নিজেকে জ্বালিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় জাহ্নবী। বাবাকে খুনের জন্য চাকু হাতে তুলতেও দ্বিধা করে না সে। কীভাবে শয়তানের তাণ্ডব থেকে পরিবারকে বাঁচাবেন কবীর—সেটিই দেখানো হয় ছবিতে।
বিশ্লেষকরা বলছেন, পরিবারকেন্দ্রিক সিনেমা হওয়ায় বিশেষ সুবিধা পাচ্ছে ‘শয়তান’। পাশাপাশি মহাশিবরাত্রির ছুটিও ছবিটিকে বিশেষ সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। গুজরাটের সিনেমা ‘বশ’–এর হিন্দি রিমেক ‘শয়তান’।