‘সরফরোশ’ সিনেমার ২৫ বছর, স্মৃতিতে ডুব দিলেন আমির–সোনালীরা

সোনালী বেন্দ্রে, নাসিরুদ্দিন শাহ এবং আমির খানএএনআই

বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘সরফরোশ’ ছবিটি মুক্তির ২৫ বছর পার করে ফেলল। গত শুক্রবার রাতে মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ‘সরফরোশ’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি গণমাধ্যমের জন্য এ ছবির এক বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। এই রাতে উপস্থিত ছিলেন আমির খান, সোনালী বেন্দ্রে, নাসিরুদ্দিন শাহ, মুকেশ ঋষি, পরিচালক জন ম্যাথিউসহ ‘সরফরোশ’ ছবির আরও অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। আমির, সোনালী, নাসিররা এ ছবিকে ঘিরে নানা স্মৃতি এদিন গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

‘সরফরোশ’ ছবির ২৫ বছর পূর্তির অনুষ্ঠানের শুরুতে একটু আনমনা হয়ে আমির বলেন, ‘আমি বলে বোঝাতে পারব না যে আজ আমি কত খুশি। এই ছবির সহ–অভিনেতাদের সঙ্গে আজ আমার দেখা করার সুযোগ হলো। আমার জন্য ছবিটা বিশেষ কিছু।’

জন ম্যাথিউ মত্থান পরিচালিত ‘সরফরোশ’ ছবিতে আমির খানকে এসিপি ‘অজয় সিং রাঠোর’-এর ভূমিকায় দেখা গেছে। আর এ ছবিতে খলনায়কের ভূমিকায় ছিলেন নাসিরুদ্দিন শাহ। তাঁর অভিনীত চরিত্র ‘গুলফাম হাসান’ আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। আমির-সোনালীর দুষ্টু–মিষ্টি প্রেম এ ছবির অক্সিজেন। এসিপি অজয় সিংয়ের চরিত্রে আমির আজও আলোচনায়। তিনি বলেন, ‘আজ আমি দর্শককে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। তারা এ ছবিকে আর আমার চরিত্রকে এত ভালোবাসা দিয়ে এসেছেন! শুধু ভারতে নয়, সারা দুনিয়ার মানুষ এই ছবিটা পছন্দ করেছেন। আজকের সমাজের জন্য এটা খুব জরুরি একটি সিনেমা। আমরা অনেক গবেষণার পর ছবিটি নির্মাণ করেছিলাম।’ বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহর ভাষ্য, ‘পাকিস্তানের মানুষ-ও এ ছবিকে পছন্দ করেছে। আগে আমি যখন পাকিস্তানে গিয়েছি, সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছি।’

কথা বলছেন আমির খান
এএনআই

এদিকে ‘সরফরোশ’ ছবির নায়িকা সোনালী বেন্দ্রে বলেন, ‘আপনাদের বিশ্বাস হবে কি না জানি না, আজকের আগে এই ছবি আমি পুরোপুরি একবারের জন্য-ও দেখিনি। আজকে স্ক্রিনিংয়ে আমি পুরো ছবিটা দেখলাম। সত্যি, এটা এক অসাধারণ ছবি।’ অভিনেত্রী বলেন, ‘জন (পরিচালক) আমাকে এ ছবির চিত্রনাট্য পুরো শোনাননি। নাসিরুদ্দিনের নাম শুনেই ছবিটা করতে রাজি হয়ে যাই। আমাকে তখন “গ্ল্যামার গার্ল”-এর চরিত্রের জন্যই বেশি ভাবা হতো। এ ছবিতে আমি অন্য রকম করার সুযোগ পেয়েছি।’ পাশে বসা জন জানান, ‘সরফরোশ’ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য সম্পর্কে শুধু নাসির আর আমির জানতেন। আর কেউ এ বিষয়ে জানতেন না। তবে সোনালী ছবির বিষয়বস্তু সম্পর্কে আভাস পেয়েছিলেন।

নাসিরুদ্দিন শাহ, ও আমির খান
এএনআই

অনুষ্ঠানে ‘সরফরোশ টু’ নিয়ে কথা ওঠে। আমির বলেন, ‘আপনারা আমার মনের কথা বলেছেন। আমার-ও মনে হয়, “সরফরোশ টু” হওয়া প্রয়োজন। কয়েক বছর ধরে এ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করা নিয়ে আমি জনের পেছনে পড়ে আছি। “সরফরোশ” ছবির শেষের দিকে এর দ্বিতীয় পর্বের আভাস দেওয়া হয়েছিল।’ এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘আমি একটা ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারি—“সরফরোশ টু”র চিত্রনাট্য যাতে দারুণ হয়, তার ওপর আমরা নিশ্চয় কাজ করব। এই ছবির বিষয়ে আমরা মনপ্রাণ উজাড় করে কাজ করব।’