বাজেট ৮ কোটি, আয় ৪০ কোটি

অল্প বাজেটে নির্মিত মালয়ালম সিনেমার ব্যাপক ব্যবসায়িক সাফল্য পাওয়া নতুন ঘটনা নয়। এই তালিকায় সর্বশেষ সংযোজন ‘আনয়েশিপ্পিন কানডেথাম’। কিন্তু কেন জনপ্রিয় হলো সিনেমাটি? ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
১ / ৬
‘আনয়েশিপ্পিন কানডেথাম’ মালয়ালম থ্রিলার ছবি। পুলিশি তদন্ত নিয়ে নির্মিত এ সিনেমার পরিচালক ডারউইন কারিয়াকোসে। এর প্রধান চরিত্রে অভিনয় করেন টোভিনো থমাস। গত ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিস থেকে ৪০ কোটির রুপির বেশি আয় করে সিনেমাটি। অথচ সিনেমাটি নির্মিত হয়েছিল মাত্র ৮ কোটি রুপি বাজেটে। আইএমডিবি
২ / ৬
সিনেমাটি নির্মিত হয়েছে দুটি আলাদা আলাদা তদন্তের ঘটনা নিয়ে। জমাটি গল্প আর বাস্তবঘেঁষা নির্মাণের জন্য বরাবরই প্রশংসিত মালয়ালম সিনেমা। এই সিনেমাও এর ব্যতিক্রম নয়। আইএমডিবি
আরও পড়ুন
৩ / ৬
সমালোচকেরা মনে করেন, সিনেমাটির সবচেয়ে বড় শক্তি এর নির্মাণ। এখানে পুলিশি তদন্ত বাস্তবে যেভাবে হয়, সেভাবেই দেখানো হয়েছে, নাটকীয় কিছু করার চেষ্টা হয়নি। ভিডিও থেকে
৪ / ৬
সিনেমাটির জনপ্রিয়তার আরেকটি বড় কারণ টান টান চিত্রনাট্য। দেখতে বসলে বিরক্ত লাগার সুযোগ নেই। পরপর ঘটনা পর্দায় চোখ আটকে রাখে। আইএমডিবি
৫ / ৬
সিনেমাটির সাফল্য পাওয়ার আরেকটি বড় কারণ শেষের চমক। দুটি কেসই যেভাবে শেষ হয়, তা দর্শককে চমকে দেয়। কে খুন করেছে, আর কেন খুন করেছে—এটা শেষ হওয়ার আগে অনুমান করতে পারেননি অনেক দর্শকই। আইএমডিবি
৬ / ৬
টোভিনো থমাস এই সময়ের অন্যতম জনপ্রিয় মালয়ালম অভিনেতা। সিনেমাটির প্রধান চরিত্রে তাঁর অভিনয়ও মুগ্ধ করেছে দর্শককে। প্রেক্ষাগৃহের পর চলতি মাসে ওটিটিতে মুক্তি পায় সিনেমাটি। এরপর বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে এই থ্রিলার সিনেমা। আইএমডিবি