এবার অনিশ্চয়তায় ভোগেননি ভূমি

‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’–এর প্রিমিয়ারে ভূমি পেড়নেকর। এএফপি

‘থ্যাংক ইউ ফর কামিং’ ছবির সাফল্য উপভোগ করছেন ভূমি পেড়নেকর। এ ছবির মূল চরিত্রে আছেন একঝাঁক বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি এ ছবিকে ঘিরে তাঁর অভিজ্ঞতা মেলে ধরেছেন।

আরও পড়ুন

করণ বুলানি পরিচালিত ছবির মূল চরিত্রে ভূমি ছাড়াও আছেন শেহনাজ গিল, কুশা কপিলা, ডলি সিং, শিবানী বেদি। ছবির প্রধান চরিত্রে নেই কোনো পুরুষ অভিনয়শিল্পী। এর আগে ভূমি সব সময় মূল চরিত্রে কোনো না কোনো অভিনেতাকে পাশে পেয়েছেন।

এ সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার সঙ্গে যখনই কোনো পুরুষ শিল্পী অভিনয় করেছেন, তখন মনে হয়েছে, আমি দ্বিতীয় স্থানে আছি। আমি যত ভালোই করি না কেন, সব সময় নিজেকে তাদের থেকে কম বলে মনে হয়েছে।

ছবিটি নিয়ে সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ভূমি পেড়নেকরসহ পুরো টিম
ইনস্টাগ্রাম

এটা নিয়ে অনিশ্চয়তায় ভুগেছি। “থ্যাংক ইউ ফর কামিং” ছবির ক্ষেত্রে মনে হয়েছে, আমরা সবাই একই অবস্থানে দাঁড়িয়ে। পুরুষ শিল্পীদের সঙ্গে কাজ করার সময় যা কখনোই মনে হয় না।’

ভূমিকে সাধারণত ছোট শহরের সাদামাটা মেয়ের চরিত্রে দেখা যায়। এ ছবিতে তিনি সেই ধারা ভেঙে শহুরে আধুনিক মেয়ে হয়ে উঠেছেন। অভিনেত্রী জানান, ছবিটা করার অন্যতম কারণই এটা। ভূমি বলেন, ‘এখন আমি বুঝেছি, যখন আপনি কোনো শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেন, তখন মেয়েটি কোথা থেকে এসেছে, সেটা কোনো বিষয়ই নয়।’

নিজের পরের সিনেমাগুলো সম্পর্কে ভূমি বলেন, ‘আমার আগামী দুটি প্রকল্প ঘিরে অত্যন্ত রোমাঞ্চিত। কারণ, এর একটা সামাজিক ড্রামাধর্মী ছবি, যেটা আমার হৃদয়ের খুব কাছের। আরেকটা পুরোদস্তুর মাসালা ছবি।’

ভূমি পেড়নেকর
ইনস্টাগ্রাম

নিজের পছন্দের নির্মাতা সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘অন্য সবার মতো আমিও করণ জোহরের ছবিতে কাজ করতে চাই। তাঁর ছবি নির্মাণের স্টাইল খুব পছন্দ করি। এ ছাড়া রাজকুমার হিরানি ও সঞ্জয় লীলা বানসালির ছবিতে কাজ করতে ইচ্ছুক।’