ডিনারে খরচ ২৫ লাখ টাকা
টিভিতে সঞ্চালনা করে যে এতটা জনপ্রিয় হওয়া যায়, তাঁর অন্যতম বড় প্রমাণ মিনি মাথুর। কাজ করেছেন এমটিভির ভিডিও জকি হিসেবে, দেখা গেছে ইন্ডিয়ান আইডলের উপস্থাপক হিসেবেও। মডেল হিসেবেও কাজ করেছেন, দেখা গেছে অভিনেত্রী হিসেবেও। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন মিনি মাথুর। সেখানে কথা বলেছেন, এক রাতের খাবারের পেছনে ২০ লাখ রুপি (প্রায় ২৫ লাখ বাংলাদেশি টাকা) খরচ করা প্রসঙ্গে। খবর এনডিটিভির
একটি কুইজ জিতে ২০ লাখ রুপি পেয়েছিলেন মিনি মাথুর। পডকাস্টে তাঁর কাছে জানতে চাওয়া হয় সেই টাকা দিয়ে কী করেছিলেন?
উত্তরে চমকপ্রদ তথ্য জানান মিনি। বলেন, এক রাতেই সব টাকা শেষ করে ফেলেছিলেন তিনি! মিনির ভাষ্যে, ‘ওই কুইজ থেকে ২০ লাখ রুপি জিতেছিলাম। ২২ জনকে নিয়ে দামি এক রেস্তোরাঁয় গিয়ে ডিনার করে সব টাকা শেষ করে দিয়েছিলাম।’
কেবল এটিই নয়, সাক্ষাৎকারে ইন্ডিয়ান আইডল নিয়ে চমকপ্রদ তথ্য ফাঁস করেন মিনি মাথুর। বলেন, জনপ্রিয় এ রিয়েলিটি শোর সবটাই সাজানো।
মিনি মাথুর ইন্ডিয়ান আইডলের টানা ৬টি সিজনে সঞ্চালনা করেন। শোটি নিয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়ান আইডলের সবটাই এখন সাজানো, রিয়েলিটি বলে আর কিছু নেই।’
মিনি জানান, শোতে প্রতিযোগীদের পরিবারের লোকদের হঠাৎ হাজির হওয়ার যে গল্প দেখানো হয়, তার পুরোটাই সাজানো। প্রতিযোগীরা আগে থেকেই জানেন, কে কখন আসছেন। তবু নাকি নির্দেশ, অবাক হওয়ার ভান করতেই হবে!
বর্তমানে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘মাইন্ড অব মালহোত্রা’-তে অভিনয় করছেন মিনি।