সোনমের পরনে ঢাকাই শাড়ি...

কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ফেসবুকে নতুন নতুন ছবি দিয়ে নিজের অবস্থান, ভালো লাগা শেয়ার করেন। আজ আলোচনায় এলেন নতুন নতুন ছবি দিয়ে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে ঢাকাই জামদানি শাড়িতে। রইল সেই ছবিসহ সাম্প্রতিক আরও কিছু ছবি।

১ / ১২
ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়িতে বলিউড অভিনেত্রী সোনম কাপুর
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
২ / ১২
ছবিগুলো দিয়ে ক্যাপশনে লিখেছেন, বাংলার পুরোনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে। খুব সুন্দর, সীমাহীন
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ১২
ক্যাপশনে বাংলাদেশ থেকে অনেকে মন্তব্য করেছেন। অনেকের মতে, সোনমের এই লুক শুধু ফ্যাশন–সচেতনতার পরিচয় দেয়নি, বরং বাংলার সংস্কৃতি ও শিল্পের গর্বও তুলে ধরেছে
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ১২
এক দর্শক লিখেছেন, এভাবে আন্তর্জাতিক মঞ্চে ঢাকাই জামদানির উপস্থিতি সত্যিই প্রশংসনীয়
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
৫ / ১২
শোনা যাচ্ছে, সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। স্বামী আনন্দ আহুজার সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের আনন্দে ভাসছেন তাঁরা। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এ খবর প্রচার করেছে
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
৬ / ১২
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রী নাকি ইতিমধ্যে তাঁর গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক শেষ করে ফেলেছেন
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
৭ / ১২
খুব শিগগির এই খুশির খবর তাঁরা আনুষ্ঠানিকভাবে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
৮ / ১২
২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
৯ / ১২
২০২২ সালের আগস্টে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
১০ / ১২
‘জোয়া ফ্যাক্টর’ ছবির পর অভিনয়জগৎ থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম। মাতৃত্ব উপভোগ করতে তিনি বিরতি নেন
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
১১ / ১২
সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এর পর থেকে বায়ুকে নিয়েই ব্যস্ততা
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত
১২ / ১২
বর্তমানে মডেলিং ও ব্র্যান্ডিংয়ের কাজ করলেও তাঁর হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ
সোনমের ফেসবুক থেকে সংগৃহীত