‘পুষ্পা ২’ দিয়ে শ্রীলীলা কি সামান্থাকে ছাড়িয়ে যেতে পারলেন

শ্রীলীলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় সিনেমার ইতিহাসে আলোচিত সিনেমার তালিকা করলে ‘পুষ্পা’র নাম থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এ তালিকায় অচিরেই যুক্ত হয়ে যাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’-এর নামও। প্রথম কিস্তিতে দর্শক দেখেছিলেন ‘পুষ্পা’র উত্থান। দ্বিতীয় কিস্তিতে আছে ‘পুষ্পা’র নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। দর্শকমহলে সিনেমাটি নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। শুধু তা–ই নয়, সিনেমা দেখতে গিয়ে ভিড়ের মধ্যে একজন দর্শকের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’ তারকাকে দৌড়াতে হয়েছে আদালত চত্বরেও।

এ তো গেল সিনেমার কথা, কিন্তু গান? ‘পুষ্পা’র মূল অভিনেত্রী ছিলেন রাশমিকা মন্দানা। হলে কী হবে, ‘উ আন্তাভা’ গানে মাত করে দিয়েছিলেন দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’র প্রসঙ্গ উঠলে আল্লু অর্জুনের সঙ্গে সামান্থার যুগলবন্দীর কথা না বলে পারা যায় না। গানটি এতটা আলোড়ন তুলেছিল যে ধারণা করা হয়েছিল, ‘পুষ্পা ২’-এর গানের দৃশ্যেও দেখা যাবে সামান্থাকে। কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছিল, সামান্থা নয়, আল্লুর সঙ্গে দেখা যাবে একটি নতুন মুখ। হয়েছেও তা–ই। আল্লুর সঙ্গে পর্দায় ‘কিসিক’ শিরোনামের গানে দেখা গেছে শ্রীলীলাকে। কে এই শ্রলীলা? ‘কিসিক’ দিয়ে তিনি কি ‘পুষ্পা’র ‘উ আন্তাভা’র সামান্থাকে ছাড়িয়ে যেতে পারলেন?

শ্রীলীলার জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানে। বিদেশের মাটিতে জন্ম হলেও পরে বেঙ্গালুরুতে চলে আসেন তিনি। স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেছেন বেঙ্গালুরুতে। বাবা পেশায় ব্যবসায়ী এবং মা চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। মাকে দেখে অনুপ্রাণিত হয়ে তিনিও চিকিৎসাবিদ্যা নিয়ে পড়া শুরু করেন।

‘পুষ্পা ২’ সিনেমার গান ‘কিসিক’–এর দৃশ্য। এক্স থেকে

ছোট থেকেই নাচতে ভালোবাসেন শ্রীলীলা। প্রশিক্ষণ নিয়েছেন ভরতনাট্যমে। ২০১৭ সালে ‘চিত্রাঙ্গদা’ শিরোনামের একটি তেলেগু ছবিতে কাজ করার মধ্য দিয়ে অভিষেক হয় তাঁর।

২০১৯ সাল থেকে পুরোদমে অভিনয় শুরু করেছেন এই দক্ষিণি অভিনেত্রী। তেলেগুর পাশাপাশি কন্নড় ছবিতেও দেখা গেছে তাঁকে। ‘গুন্টুর কারাম’ নামে তেলেগু ছবিতে মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন শ্রীলীলা। ‘কিস’, ‘পেল্লি সান্দাদি, ‘বাই টু লাভ, ‘ধামাকা, ‘আদিকেশব’ ইত্যাদি দক্ষিণি ছবি রয়েছে শ্রীলীলার অভিনয় তালিকায়।
‘কিসিক’ প্রকাশের পর থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী শ্রীলীলা।

রিয়েলিটি শো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেও ‘কিসিক’-এর স্পেশাল স্টেপ করে দেখানোর অনুরোধ পেতে দেখা গেছে তাঁকে। পাশাপাশি ইউটিউবে বিভিন্ন চ্যানেলে গানটির ভিউও হয়েছে ঈর্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির দৃশ্য ভাসছে। বিশেষ করে গানটির শ্রীলীলার ‘কিসিক’ অংশটুকু নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন দর্শক।

আরও পড়ুন

‘পুষ্পা’ ছবিতে ‘উ আন্তাভা’ দিয়ে মাত করে দিয়েছিলেন সামান্থা। তাই অবধারিতভাবে দর্শকের প্রত্যাশাও ছিল বেশি। নাচ, সৌন্দর্য দিয়ে খুব সহজেই দর্শকের প্রত্যাশার পারদকে ছুয়ে দিয়েছেন শ্রীলীলা।