পর্নো অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের খবর অস্বীকার করলেন রাজ কুন্দ্রা

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাছবি: ইনস্টাগ্রাম

গতকাল ভারতীয় জাল পাসপোর্ট ব্যবহার করে দেশটিতে বসবাসের অভিযোগে রিয়া বারদে নামের এক তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে উল্লাসনগরের হিল লাইন পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গ্রেপ্তার রিয়া বারদে বাংলাদেশি। পেশায় একজন পর্নো সিনেমার অভিনেত্রী। পেশাগত জীবনে তিনি আরোহী বারদে নামে পরিচিত। রিয়ার সঙ্গে শিল্পী শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার যোগাযোগ আছে বলেও অভিযোগ ওঠে। তবে আজ এক বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করেছেন রাজ।

হিন্দুস্তান টাইমসকে রাজ কুন্দ্রা বলেন, ‘এই সমস্ত অভিযোগ মিথ্যা। আমার সম্পর্কে ছড়ানো এই ভুয়া খবরে আমি গভীরভাবে মর্মাহত। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া নারী আমাদের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

রাজ কুন্দ্রা। ইনস্টাগ্রাম থেকে

আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো তাঁর সঙ্গে দেখা করিনি, তাঁর সঙ্গে কখনো কাজও করিনি।’

রাজ আরও বলেন, ‘এসব ভিত্তিহীন খবর কেবল আমার খ্যাতিকেই ক্ষতিগ্রস্ত করছে না, আমার নামকে ব্যবহার করা হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। আমি এই ধরনের মিথ্যা অভিযোগ সহ্য করব না।’ তিনি আইনি পদক্ষেপের পরিকল্পনা কথা ভাবছেন বলেও জানান।

আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করলেও গ্রেপ্তার রিয়া বারদে বাংলাদেশি নাগরিক কি না, তা নিয়ে এখনো ঢাকার কোনো বক্তব্য প্রকাশ্যে আসেনি।

পুলিশের কাছে তথ্য ছিল, ভারতের আম্বরনাথের নেভালি এলাকায় একটি বাংলাদেশি পরিবার অবৈধভাবে বাস করছিল। পরিবারটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগও রয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, পুলিশি তদন্তে রিয়া ও তাঁর তিন সহযোগীর জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে বসবাসের তথ্য মিলেছে। পরে তাঁদের বিরুদ্ধে ফরেনারস অ্যাক্টে মামলা করে হিল লাইন পুলিশ। রিয়া বারদের পরিবার বর্তমানে কাতারে রয়েছে।