হলিউডে আগ্রহী নন, সন্তানদের সময় দিতে চান কারিনা

কারিনা কাপুর খানএএনআই
কিছুদিন আগেই ৪৩তম জন্মদিন উদ্‌যাপন করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ওই দিনই তাঁর ওটিটিতে অভিষেক হয়েছে, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সুজয় ঘোষের ‘জানে জা’। জন্মদিনের আগেই মুম্বাইয়ের স্নোবল স্টুডিওতে কারিনার মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি

এই আলাপচারিতায় কারিনার কাছে জানতে চাওয়া হয় ওটিটিতে অভিষেক নিয়ে। অভিনেত্রী জানান, এ নিয়ে বেশ নার্ভাস তিনি। হাসতে হাসতে কারিনা বলেন, ‘২২ বছর আগে বলিউডে অভিষেকের সময় আমি এতটা নার্ভাস ছিলাম না। কারণ, মানুষ এখানে আমাকে খুব কাছ থেকে দেখবেন।’

আরও পড়ুন

‘জানে জা’ ছবির অন্য দুই মূল চরিত্রে আছেন জয়দীপ অহলাওয়াত ও বিজয় ভার্মা। কারিনা বলেন, এই দুই তুখোড় অভিনেতার সঙ্গে কাজ করবে ভেবে তিনি বেশ ভীত ছিলেন।

‘জানে জা’তে কারিনার সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াত ও বিজয় ভার্মা
ইনস্টাগ্রাম থেকে

তাঁর কথায়, ‘এই ছবির শুটিংয়ে যাওয়ার আগে সাইফ আমাকে সাবধান করেছিল। সে বলেছিল যে সেটে আমাকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে যেতে। কারণ, বিজয় ও জয়দীপের সঙ্গে পাল্লা দিতে হলে আমাকে প্রস্তুত থাকতে হবে। সাইফ বলেছিল, নিজের সব অহংবোধ জলাঞ্জলি দিয়ে আমাকে সেটে যেতে।’

এ দুই ওটিটি তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁদের অভিনয়ের ধরনটা সম্পূর্ণ আলাদা। তাঁরা সব সময় ব্যতিক্রমী কিছু করতে বিশ্বাসী।’ সাইফের সঙ্গে কাজের ব্যাপারে আলাপ-আলোচনা করেন কি না, প্রশ্নের জবাবে কারিনা বলেন, ‘নিশ্চয় করি। এই ছবির প্রস্তাব সাইফের কাছে ১০ বছর আগে এসেছিল। কিন্তু নানা কারণে ছবিটি তার করা হয়নি। পরে সাইফই আমাকে ছবিটি করার জন্য উৎসাহ জুগিয়েছিল।’

পরিচালক সুজয় ঘোষ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি থ্রিলারধর্মী ছবির বরাবরই ভক্ত। বিশেষ করে সুজয়ের ছবি দারুণ পছন্দ করি। তাই “জানে জা” আমার জন্য পারফেক্ট।’

কারিনা কাপুর খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই আলাপচারিতায় কারিনা একটু আক্ষেপের সুরে বলেন, ‘আমি এর আগে ওমকারা, চামেলিসহ নানা ব্যতিক্রমী ছবিতে কাজ করেছি। এসব ছবিতে আমার চরিত্র ছিল বেশ গভীর। কিন্তু আমার এসব ছবি বা চরিত্রের কথা কেউ বলেন না। সবাই পু বা গীত হিসেবেই বেশি স্মরণ করেন। সত্যি বলতে, মানুষ এই দুই চরিত্রকে খুব ভালোবাসেন। কিন্তু একসময় এই কারণে রাগ হয়।’

‘জানে জা’ ছবিতে কারিনাকে একজন মায়ের চরিত্রে দেখা গেছে। বাস্তবজীবনে তিনি দুই সন্তানের মা। বাস্তব অভিজ্ঞতা কী কোথাও তাঁকে পর্দায় মা উঠতে সাহায্য করেছেন—কারিনার জবাব, ‘আমি আমার ব্যক্তিগত ও কর্মজীবনকে আলাদা রাখি। ব্যক্তিগত জীবনকে কখনোই আমি আমার কাজের জগতে টেনে আনি না।’ শেষের অভিনেত্রীর কাছে জানতে চাওয়া, হলিউডে কাজ করতে আগ্রহী কি না? কারিনা বলেন, ‘ছেলে দুটি খুব ছোট। তাদের এখন আমাকে বেশি প্রয়োজন। আমি আমার সন্তানদের সময় দিতে চাই। আর এখানেও আমার কাজের চাপ প্রচুর। তাই সবমিলিয়ে হলিউডের প্রতি আমার কোনো টান নেই।’