হিন্দি সিনেমায় ৯ বছর পূর্ণ করেছেন কৃতি শ্যানন। ২০১৪ সালের ২৩ মে মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি সিনেমা ‘হিরোপান্তি’। ৯ বছরে কৃতির অর্জন আসলে কতটা? পিংকভিলা অবলম্বনে তা জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৫
ক্যারিয়ারের শুরুর দিকে সেভাবে বড় পরিচালকের ছবিতে সুযোগ পাননি কৃতি, যা পেয়েছেন সেটাও কাজে লাগেনি
আইএমডিবি
২ / ৫
শুরুর দিকে অভিনয় করা সিনেমা নিয়ে আক্ষেপ আছে কৃতিরও। ‘হিরোপান্তি’, ‘দিলওয়ালে’, ‘রাবতা’ সেভাবে দর্শক-সমালোচকদের পাত্তা পায়নি। ক্যারিয়ারের প্রথম ভাগে ব্যর্থতা ও হতাশায় পুড়িয়েছিল তাঁকেও
ফেসবুক
৩ / ৫
২০১৭ সালে ‘বেরেলি কি বরফি’ দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ‘পাশের বাড়ির মেয়ে’ টাইপ চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স বড় পরিচালকদের নজর কাড়ে। এরপর ‘লুকা চুপি’ও হিট হলে কৃতিকে আর পেছনে তাকাতে হয়নি
ইনস্টাগ্রাম
৪ / ৫
২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিমি’তে ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেন কৃতি। ছবিতে অন্তঃসত্ত্বার চরিত্রে তাঁর অভিনয় সমালোচক তো বটেই সহ–অভিনেত্রীদেরও প্রশংসা কুড়ায়
ইনস্টাগ্রাম
৫ / ৫
এই ৯ বছরে কৃতির অর্জন বলতে গেলে ‘বেরেলি কি বরফি’, ‘লুকা চুপি’, ‘মিমি’ সিনেমাগুলোর নাম বলতে হয়। সামনে অভিনেত্রীকে দেখা যাবে ‘আদিপুরুষ’, ‘গণপথ-পার্ট ওয়ান’সহ বেশ কয়েকটি ছবিতে
ফেসবুক