শাহরুখের সেই সিনেমার ৩০ বছর, নস্টালজিক বলিউড বাদশা

ছবির নায়িকা আন্নার (সুচিত্রা কৃষ্ণমূর্তি) মন জয় করতে সব ধরনের চেষ্টা করে সুনীলএক্স

নব্বইয়ের দশকে হিন্দি সিনেজগত আর দর্শকের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন একটি ছেলে। নতুন আসা ছেলেটিকে পরিচালকেরা যতই খলনায়ক বা নেতিবাচক চরিত্র দিক না কেন, কীভাবে যেন প্রেমিক বনে যান সেই ছেলে। ছাপিয়ে যান সিনেমার হিরোকেও। বলছি রোমান্স হিরো শাহরুখ খানের কথা। ‘ডর’, ‘বাজিগর’, ‘ডুপ্লিকেট’, ‘জোশ’ কিংবা ‘কাভি হাঁ কাভি না’ ছবিগুলোয় শাহরুখের অভিনয় ছাপিয়ে গিয়েছিল তাঁর চরিত্রকেও। পরবর্তীকালে এসব সিনেমা হয়ে উঠেছে শাহরুখের আইকনিক চলচ্চিত্র। এই যেমন ‘কাভি হাঁ কাভি না’র কথাই ধরা যাক! ঠিক ৩০ বছর আগে ১৯৯৪ সালে মুক্তি পায় রোমান্টিক ঘরানার এই সিনেমা।
গত রোববার ছবিটির তিন দশক উপলক্ষে শাহরুখ হারিয়ে গেলেন অতীতের স্মৃতিতে। ‘কাভি হাঁ কাভি না’কে মিষ্টি, রোমাঞ্চকর, সুখের ছবি হিসেবে নতুন করে পরিচয় করিয়ে দিলেন পাঠান তারকা।

চলচ্চিত্রটিতে শাহরুখের চরিত্রের নাম ছিল সুনীল, যে কিনা একজন স্ট্রাগলিং মিউজিশিয়ান
ফেসবুক

নিজের এক্স একাউন্টে পরিচালক কুন্দন শাহসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে মিষ্টি, উচ্ছল ও সুখের ছবি।’ ‘কাভি হাঁ কাভি না’র একটি ছোট ভিডিও রিপোস্ট করেন শাহরুখ। সেখানে লেখা আছে, ‘৩০ বছর পেরিয়ে গেল, এখনো হৃদয়ে চিরকালীন ভালোবাসা হয়ে রয়েছে “কাভি হাঁ কাভি না”। আমরা কোন যুগে বসবাস করছি, সেটা মুখ্য নয়, বারবার দেখার পরও এই ছবি দেখার প্রশ্নে উত্তর হবে হাঁ।’ সত্যিই তা–ই! সেরা রোমান্টিক সিনেমার তকমাও পেয়েছে ‘কাভি হাঁ কাভি না’।
চলচ্চিত্রটিতে শাহরুখের চরিত্রের নাম ছিল সুনীল, যে কিনা একজন স্ট্রাগলিং মিউজিশিয়ান। ছবির নায়িকা আন্নার (সুচিত্রা কৃষ্ণমূর্তি) মন জয় করতে সব ধরনের চেষ্টা করে সুনীল। যদিও আন্নার সম্পর্ক ছিল অন্য একজনের সঙ্গে।

ছবিটির তিন দশক উপলক্ষে শাহরুখ হারিয়ে গেলেন অতীতের স্মৃতিতে

পরিচালক একসময় বলেছিলেন, ‘এখানে আন্না আর ক্রিসের জীবনে শাহরুখ ভিলেন। কিন্তু তাঁকে অশ্রুসজল চোখের হারানো প্রেমিক হিসেবেই দেখাতে চেয়েছি আমি, যে কিনা প্রেম হারিয়ে মাদকে ডুবে যায় না। সে ভাঙা হৃদয় নিয়ে সামনে এগিয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে সুনীল ভুলে যাবে তার কষ্টের কথা।’ সত্যিই সুনীলকে প্রেমিকা হারানো অসহায় প্রেমিকের প্রতিচ্ছবি মনে করেছিলেন দর্শক। তাঁর নিষ্পাপ চেহারায় ঘায়েল হয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা।

‘কাভি হাঁ কাভি না’র ৩০ বছর উপলক্ষে নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তিও ফিরে গেছেন সেই সময়ে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই ছবির সিকুয়েল হলে সুনীল ও আন্না চরিত্রে কাদের নেওয়া উচিত? সুচিত্রার উত্তর, আন্নার চরিত্রে কাবেরী আর সুনীলের চরিত্রে শাহরুখপুত্র আরিয়ান খান। যদিও এর আগে আন্নার জন্যে আলিয়া আর সুনীলের চরিত্রে বরুণ ধাওয়ানের কথা বলেছিলেন সুচিত্রা। নায়িকা জানান, ছবিটি মুক্তির আগেই অভিনয়কে বিদায় জানিয়েছিলেন তিনি। এ জন্য তাঁর মনে কোনো আক্ষেপ নেই। কারণ, তখন অন্য সুখে ডুবে ছিলেন তিনি।