জনপ্রিয় এ অভিনেতার প্রথম সিনেমা সেন্সরে আটকে ছিল ২৫ বছর

জনপ্রিয় এই অভিনেতা কিশোর বয়সেই অভিনয় শুরু করেন। ছোট মলিউড ইন্ডাস্ট্রিতে যাঁর পথচলা। যাঁর হাত ধরে বলা চরে একটি ইন্ডাস্ট্রির পরিবর্তন হয়েছে। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই অভিনেতা আজ ৬৪ বছরে পা দিলেন। সেই অভিনেতা মোহনলাল সম্পর্কে জেনে নিতে পারেন।
১ / ৬
এই অভিনেতার পুরো নাম মোহনলাল বিশ্বনাথ নায়ার। পরে সিনেমার টাইটেলে শুধু মোহনলাল নামটি জায়গা পায়। তাঁকে খলচরিত্র থেকে শুরু করে অ্যাকশন, কমেডি, রোমান্টিক—সব চরিত্রেই দেখা গেছে। প্রায় ৪৫ বছরের ক্যারিয়ার তাঁর। তাঁকে বলা হয় ‘কমপ্লিট অ্যাক্টর’।
ছবি: আইএমডিবি
২ / ৬
কেরালার ইলানথুর গ্রামে ১৯৬০ সালের ২১ মে জন্ম। তাঁর অঞ্চলের মানুষ তাঁকে ডাকেন ‘লালেট্টা’ বলে। সেই লালেট্টা যেন মলিউডের বক্স অফিসে সৌভাগ্যের জাদুকাঠি।
ছবি: আইএমডিবি
৩ / ৬
মলিউডে একসময় কম বাজেটের সিনেমা নির্মাণ করা হতো। সিনেমাগুলো সচরাচর পুরো ভারতে আসত না। যেখানে দুই যুগ আগেও মনে করা হতো যে ৫/১০ কোটি রুপির বাজেটের সিনেমা মানে আকাশছোঁয়া বাজেট।
ছবি: আইএমডিবি
৪ / ৬
সেই মলিউডে বড় বাজেটের সিনেমা বানিয়ে তাক লাগিয়ে দেন মোহনলাল। সেসব সিনেমা একের পর এক ব্যবসাসফল হয়। প্রথম তিনি রেকর্ড গড়েন পাঁচ কোটি রুপি আয়ের। পরে ১০ কোটি; এভাবে ২০ থেকে শতকোটি আয় করা সব রেকর্ড তাঁর দখলে।
ছবি: আইএমডিবি
৫ / ৬
২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম চলচ্চিত্র ‘দৃশ্যম’ দেখে মুগ্ধ হননি, এমন দর্শক খুব কমই। একটি সাধারণ পরিবারের হত্যাকাণ্ড লুকানোর থ্রিলিং ছবিটি প্রতি মুহূর্তেই রোমাঞ্চ জাগিয়েছে। এই ছবি দিয়ে দেশের দর্শকদের কাছে সবচেয়ে বেশি আলোচনায় আসেন মোহনলাল। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চর্চা হয়।
ছবি: আইএমডিবি
৬ / ৬
আরেকটি মজার বিষয় হলো, তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ১৯৭৮ সালে। অভিনয় করেন ‘তিরানোট্টাম’ সিনেমায়। সেই সিনেমা সেন্সরে আটকে যায়। পরে মুক্তির আশা ছেড়ে দেন তিনি। অবশেষে নির্মাণের ২৫ বছর পর সিনেমাটি মুক্তি পায়। তত দিনে মলিউডে জনপ্রিয়তায় একের পর এক নিজেকে ছাড়িয়ে যাচ্ছিলেন মোহনলাল।
ছবি: আইএমডিবি