‘আমার জীবন বাড়ি ফিরেছে’, বলিউড তারকার স্ত্রীর হৃদয়স্পর্শী পোস্ট

স্ত্রী দীপ্তি তলপড়ের সঙ্গে অভিনেতা শ্রেয়স তলপড়েইনস্টাগ্রাম

গত কয়েক দিন হাসপাতালে কাটানোর পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। গতকাল বুধবার তাঁর স্ত্রী দীপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়সের বাড়ি ফেরার খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। এর সঙ্গে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি।
গত বৃহস্পতিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়স। তাঁকে সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা তাঁর এনজিওপ্লাস্টি করেছিলেন। এনজিওপ্লাস্টির পর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রেয়সের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। এর ঠিক পরের দিন শ্রেয়সের স্ত্রী দীপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে জানিয়েছিলেন, এই অভিনেতা অনেকটাই ভালো আছেন।

দীপ্তি গতকাল ইনস্টাগ্রামে শ্রেয়সের সঙ্গে তাঁর একগুচ্ছ রঙিন ও সাদাকালো ছবি পোস্ট করেছেন। শ্রেয়সের বাড়ি ফেরার খবর জানিয়ে তারকাপত্নী এক হৃদয়স্পর্শী পোস্ট লিখেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার জীবন, শ্রেয়স, বাড়ি ফিরে এসেছে। সে সুস্থ আছে। শ্রেয়সের সঙ্গে ঝগড়ার সময় আমি বলতাম যে শেষ পর্যন্ত আমি কার ওপর আস্থা রাখব? আজ আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি। তিনি হলেন ঈশ্বর। যেদিন সন্ধ্যাবেলায় আমার জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছিল, তখন তিনি আমার সঙ্গে ছিলেন। আমার মনে হয় না যে এ জীবনে আর কখনো তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলব।’

স্ত্রী দীপ্তি তলপড়ের সঙ্গে অভিনেতা শ্রেয়স তলপড়ে
ইনস্টাগ্রাম

দীপ্তি আরও লিখেছেন, ‘আমি এই শহরের সেসব মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে সাহায্য করেছিলেন। আমি সেদিন রাতে সাহায্য চেয়েছিলাম। একটা নয়, দশটা হাত সেদিন সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। শ্রেয়স তখন গাড়ির ভেতরে শুয়ে ছিল। সেই মানুষগুলো জানতেনই না যে কাকে তাঁরা সাহায্য করছেন। তাঁরা শুধু সাহায্য করার জন্য ছুটে এসেছিলেন। আমার মনে হয়, ঈশ্বর তাঁদের পাঠিয়েছিলেন আমাকে সাহায্য করার জন্য। তাঁদের প্রত্যেককে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, আমার এই বার্তা সবার কাছে পৌঁছে যাবে। বিশ্বাস করুন, আমি আপনাদের সবার প্রতি অন্তর থেকে কৃতজ্ঞ। আর এটাই মুম্বাইয়ের বিশেষত্ব। মুম্বাই জানাতে চায় যে আমরা কেউ এখানে একা নেই, আমরা সবাই একসঙ্গে আছি।’

তিনি এই পোস্টে লিখেছেন, ‘আমি আমার সব বন্ধুকে, আত্মীয়স্বজনকে ও সিনেমাজগতের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। হিন্দি ও মারাঠি ইন্ডাস্ট্রির সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাদের ভালোবাসা দিয়েছেন। অনেকে নিজের কাজকর্ম ছেড়ে আমাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন, আর তাঁরা আমার পাশে ছিলেন। আপনাদের কারণে আমার নিজেকে কখনো একা মনে হয়নি। আমার পাশে কাঁধ ছিল, যেখানে আমি মাথা রেখে চোখের জল ফেলতে পারি। তাঁরা আমাকে সব সময় সাপোর্ট করেছেন। আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য সব চিকিৎসক আর সেবিকাদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সবার জন্য আমার এই ‘থ্যাংক ইউ’ খুবই ছোট আর কম। সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা শ্রেয়সের খেয়াল রেখেছেন, আর তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।’

গত বৃহস্পতিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আগে শ্রেয়স সারা দিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং করেছিলেন। শুটিং শেষে বাড়ি ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে সঙ্গে সঙ্গে আন্ধেরির ভেলভিউ হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী দীপ্তি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, শ্রেয়সের হার্ট অ্যাটাক হয়েছে।
শ্রেয়স মারাঠি ছবির জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তবে হিন্দি ছবির জগতেও অত্যন্ত পরিচিত তিনি। তাঁকে ‘ইকবাল’, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’সহ আরও হিট বলিউড ছবিতে দেখা গেছে। শ্রেয়সকে শিগগিরই কঙ্গনা রনৌতের সঙ্গে ‘ইমার্জেন্সি’ ছবিতে দেখা যাবে। দুই দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে শ্রেয়স ৪৫টির বেশি ছবিতে কাজ করেছেন।

শ্রেয়স তলপড়ে
ইনস্টাগ্রাম

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে অক্ষয় ও শ্রেয়স ছাড়া রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশদ ওয়ারসি, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, পরেশ রাওয়াল, রজপাল যাদব, জনি লিভারসহ আরও অনেকে আছেন। ছবিটির মুক্তির দিন এখনো জানানো হয়নি।

আরও পড়ুন