শুধু রিলস বানিয়ে অনেকে নিজেদের অভিনেতা ভাবেন: মনোজ বাজপেয়ী

‘অভিনয় ও পেশা’ শীর্ষক বিষয়ের প্রধান বক্তা ছিলেন মনোজ বাজপেয়ীভাস্কর মুখার্জি

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের রিলস দিয়েও এখন অনেকে আলোচনায় থাকেন। তাঁদেরও অনুসারী তৈরি হয়। কাউকে আবার সেখান থেকে অভিনয়েও দেখা যায়। বিষয়টি নজরে এসেছে বলিউড তারকা মনোজ বাজপেয়ীরও। তাই তো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রসঙ্গে কথাও বললেন। জানালেন, ডিজিটাল যুগে রিলস বানিয়ে অনেকে নিজেদের অভিনেতা ভাবছেন।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বলিউড তারকা মনোজ বাজপেয়ী এখন কলকাতায়। গত সোমবার বিকেলে তিনি কলকাতার নাটকপাড়া নন্দন চত্বরে আসেন। প্রথমে তিনি যোগ দেন নন্দনে আয়োজিত সংবাদ সম্মেলনে। এরপর প্রধান বক্তা হিসেবে নন্দন চত্বরে একতারা মঞ্চে হাজির হন। যোগ দেন উৎসবের মাস্টারক্লাসে। ‘অভিনয় ও পেশা’ শীর্ষক এই বিষয়ের প্রধান বক্তা ছিলেন মনোজ বাজপেয়ী। এই অনুষ্ঠানে আরও যোগ দেন বলিউডের প্রবীণ পরিচালক সুধীর মিশ্র।

মনোজ বাজপেয়ী বলেন, ‘সিনেমা এগিয়েছে। একজন অভিনেতা হতে গেলে প্রথমেই প্রয়োজন অভিনয়ের প্রশিক্ষণ। কিন্তু সব জায়গায় প্রশিক্ষণব্যবস্থার অভাব। দেশের যেসব জায়গায় প্রশিক্ষণব্যবস্থা রয়েছে, সেখানে আবার আসনের অভাব। কিন্তু অভিনয়ে ইচ্ছুকদের থিয়েটার করা উচিত। আমি নিজেও থিয়েটার করেছি। নাটকের ধারণা নিয়েছি। আজ অবশ্য ডিজিটাল যুগে মানুষ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। তাই শুধু রিলস তৈরি করে অনেকে নিজেদের অভিনেতা ভাবেন!’

মনোজ বাজপেয়ী
প্রথম আলো

কলকাতার নন্দন চত্বরের একতারা মঞ্চের মাস্টারক্লাসে কথা শুনতে এসেছিলেন মনোজ বাজপেয়ীর অনেক ভক্ত। একতারা ময়দানে এদিন তিল ধারণের জায়গা ছিল না। কথা বলতে গিয়ে মনোজ দ্বিধাহীন কণ্ঠে বলেছেন, ‘এভাবে চললে আগামী দিনে ভালো অভিনেতা ও পরিচালক পাওয়া যাবে না।’ ‘অভিনয় ও পেশা’ শীর্ষক এই মাস্টারক্লাসের সঞ্চালনায় ছিলেন অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল এবং প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের কন্যা সোহিনী দাশগুপ্ত।

একতারা মঞ্চের মাস্টারক্লাস শুরুর আগে মনোজ বাজপেয়ী নন্দনে আয়োজিত সাংবাদিক সম্মেলনেও যোগ দেন। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তিনি নিজে হিন্দি ছবি কম দেখেন। ভালো বাংলা, তামিল, কন্নড়, মালয়ালম ভাষার ছবি বেশি দেখেন। স্বীকারও করেন মেইন স্ট্রিমের ছবি দেখতে তিনি বেশি পছন্দ করেন।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘মেইন স্ট্রিমে এখন আর সে ধরনের ছবি তৈরি হয় না। সত্তর-আশির দশকে এমন ছবি হতো। মিস্টার বচ্চন তো মেইন স্ট্রিমের সুপারস্টার ছিলেন। তাঁকে সেদিন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে মনে করা হতো। এখন তা বদলে গেছে। এখন সেই হিরোও বদলে গেছে।’

মনোজ বাজপেয়ী অকপটে স্বীকার করেন, সমাজজীবনে এখন আর সিনেমার প্রভাব পড়ে না। তাঁর মতে, ‘যদি সত্যিই প্রভাব পড়ত, তবে এ সমাজটা স্বর্গে পরিণত হতো।’ ডিজিটাল মাধ্যমে সেন্সরশিপ প্রসঙ্গে মনোজ বাজপেয়ী বললেন, ‘সেন্সরশিপ এলে ডিজিটাল মাধ্যমও শেষ হয়ে যাবে।’

মনোজ বাজপেয়ী ও বলিউডের প্রবীণ পরিচালক সুধীর মিশ্র
ভাস্কর মুখার্জি

‘অভিনয় ও পেশা’ শীর্ষক মাস্টারক্লাসে বক্তব্য দেওয়ার পাশাপাশি মনোজ বাজপেয়ী তাঁর অভিনীত ফ্যামিলি ম্যান ৩ সিরিজ নিয়েও কথা বললেন। কবে এ সিরিজটি মুক্তি পাবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনোজ বাজপেয়ী জানান, ২০২৫ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে মনোজ বাজপেয়ী একটি কবিতা পড়েও শোনান।