দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার হলেও ‘দৃশ্যম’ দিয়ে শ্রিয়া সরনের পরিচিতি ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় শ্রিয়া এবার নজর কাড়লেন শাড়িতে আবেদনময়ী রূপে হাজির হয়ে। গত শুক্রবারই মুক্তি পেয়েছে শ্রিয়ার নতুন ছবি ‘কবজা’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক শ্রিয়া সম্পর্কে কিছু তথ্য।