রাম-সীতা হয়ে আসছেন বলিউডের এই জনপ্রিয় দম্পতি

বিয়ের আসরে আলিয়া–রণবীর
ছবি: এএনআই

এক রামায়ণ মুক্তির অপেক্ষায়। এদিকে আরেক রামায়ণ নিয়ে সরগরম বিটাউন। শোনা যাচ্ছে, নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ এবার শুটিং ফ্লোরে আসতে চলেছে। আর এই ছবির নির্বাচনপ্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে। খবর যে রাম-সীতার ভূমিকায় আসতে চলেছে বিটাউনের এক আদুরে দম্পতি।

আরও পড়ুন

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রভাস-কৃতি শ্যানন অভিনীত এই ছবি ‘রামায়ণ’ মহাকাব্যের আধারে নির্মিত। এদিকে আরেক রামায়ণের কথা দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছিল। নীতেশ তিওয়ারি এই ছবির পরিচালক। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নীতেশ খুব শিগগির তাঁর স্বপ্নের এই প্রকল্পকে বাস্তবায়ন করতে চলেছেন। রাম-সীতার ভূমিকায় কাদের দেখা যাবে, এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন ভেসে বেড়িয়েছে। শোনা গিয়েছিল, দক্ষিণি নায়িকা সাই পল্লবীকে ‘দেবী সীতা’র ভূমিকায় দেখা যাবে।

কিন্তু টাটকা খবর অনুযায়ী, রাম-সীতার ভূমিকায় দেখা যাবে রণবীর ও আলিয়াকে। রাম হিসেবে রুপালি পর্দায় আবির্ভূত হবেন বলিউড নায়ক রণবীর কাপুর আর সীতার রূপে আসবেন বলিউড নায়িকা আলিয়া ভাট।

রণবীর কাপুর ও আলিয়া ভাট
এএনআই

জানা গেছে, আগে তারিখ নিয়ে বিপাকে ছিলেন এই অভিনেত্রী। এখন সমস্যা মিটে গেছে। আলিয়া ছবির দুই নির্মাতা নীতেশ তিওয়ারি আর মধু মান্টেনার সঙ্গে তারিখ চূড়ান্ত করে ফেলেছেন। রণবীর-আলিয়া এই ছবি ঘিরে দারুণ উচ্ছ্বসিত। কারণ, রাম-সীতার মতো এক আদর্শ এবং পবিত্র জুটিকে তাঁরা রূপ দিতে চলেছেন।

আরও পড়ুন

কয়েক সপ্তাহ ধরে রণবীর ও আলিয়াকে ‘রামায়ণা অফিস’-এ আসতে-যেতে দেখা গেছে। নীতেশ, মধু মান্টেনা, নমিত মালহোত্রারা এই ঠিকানায় ‘রামায়ণ’ ঘিরে এক জাদুকরী দুনিয়া গড়ে তুলেছেন। জানা গেছে, ‘শ্রী রাম’-এর চরিত্রের জন্য রণবীরের লুক টেস্ট চলছে এখন। ছবিতে তাঁর লুক চূড়ান্ত হলেই তিনি শারীরিক রূপান্তরের দিকে এগোবেন। নীতেশ তিওয়ারির এই রামায়ণে লঙ্কাপতি রাবণের চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়েও ছিল প্রবল জল্পনা–কল্পনা। আগে খবর ছিল, বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে রাবণের ভূমিকায় দেখা যাবে। এবার এই চরিত্রের ব্যাপারেও খোলাসা হয়েছে। খবর যে কন্নড় সুপারস্টার যশকে ‘রাবণ’-এর ভূমিকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করতে দেখা যাবে।

আট মাস ধরে ছবির নির্মাতারা যশের সঙ্গে কথাবার্তা বলছেন। কিন্তু এই কন্নড় তারকা এখনো এ ব্যাপারে কোনো পাকাপাকি সিদ্ধান্ত নেননি।

আলিয়া ভাট ও রণবীর কাপুর
ইনস্টাগ্রাম

এদিকে যশ আগে থেকেই আরেকটি বড় প্রকল্পের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। এ ছবি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক গীতু মোহনদাস। শোনা যাচ্ছে, এই দুই প্রকল্পেই দেখা যাবে যশকে। নীতেশের রামায়ণে যশ রাবণের ভূমিকায় অভিনয় করবেন কি না, এ ব্যাপারে ১৫ দিনের মধ্যে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে খবর।

‘রামায়ণ’ ছবিটি নির্মাণ করবেন আল্লু অরবিন্দ, মধু মান্টেনা আর নমিত মালহোত্রা। ছবিটি পরিচালনা করবেন নীতেশ তিওয়ারি ও রবি উধাবর। শোনা, যাচ্ছে, এ বছরের ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হবে। এই মুহূর্তে নীতেশ ‘বাওয়াল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তাঁর এই ছবিতে আছেন বরুণ ধাওয়ান আর জাহ্নবী কাপুর।