যে দেওলের কথা কেউ বলে না

দেওল পরিবারের জন্য গত বছরটা দুর্দান্ত কেটেছে। ‘গদার ২’ দিয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিলেন সানি দেওল, পরে ‘অ্যানিমেল’ দিয়ে আলোচনায় আসেন ববি দেওল। অন্যদিকে তাঁদের বাবা ধর্মেন্দ্র নজর কাড়েন ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ দিয়ে। তবে এ তিনজনের তুলনায় দেওল পরিবারের আরেক সদস্য অভয় দেওলকে নিয়ে সেভাবে আলোচনা হয় না। আজ ১৫ মার্চ অভয়ের জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে বিস্তারিত
১ / ৮
১৯৭৬ সালের ১৫ মার্চ মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম অভয় দেওলের। তারকা পরিবারে জন্ম হলেও অভয় জানান, পারিবারিক ঐতিহ্যের জন্য তিনি অভিনয়ে আসেননি; বরং স্কুলে থাকতে তিনি থিয়েটারে যুক্ত হন, এটিই তাঁকে অভিনয়ে আকৃষ্ট করে। ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
দেওল পরিবারের অন্যদের সঙ্গে অভয় দেওলের অভিনয় ক্যারিয়ারের বড় পার্থক্য আছে। ধর্মেন্দ্র, সানি বা অভয় দেওল ক্যারিয়ারজুড়ে মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু অভয়কে দেখা গেছে স্বাধীন ঘরানার ও শৈল্পিক ধারার সিনেমায় অভিনয় করতে। ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৮
অভয় ক্যারিয়ারে খুব বেশি সিনেমায় অভিনয় করেননি। বেশির ভাগ সময় তাঁকে দেখা গেছে অনুরাগ কাশ্যপ, দিবাকর ব্যানার্জির মতো স্বাধীন ধারার নির্মাতাদের সঙ্গে কাজ করতে। ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
২০০৫ সালে ইমতিয়াজ আলীর ‘সোচ না থা’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় অভয়ের। সেটি ছিল ইমতিয়াজ আলীরও প্রথম সিনেমা। প্রশংসিত এই রোমান্টিক সিনেমার নায়িকা ছিলেন আয়েশা টাকিয়া। ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
এরপর নবদীপ সিংয়ের ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’ ও দিবাকর ব্যানার্জির ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’ নিয়ে সমালোচকদের প্রিয় পাত্র হয়ে ওঠেন অভয়। ২০০৯ সালে অনুরাগ কাশ্যপের ‘দেব. ডি’ তাঁকে ব্যাপক খ্যাতি এনে দেয়। ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
এরপর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘হ্যাপি ভাগ জায়েগি’, ‘রানঝানা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন অভয়। পরে দেখা যায় দিবাকরের আরেকটি প্রশংসিত সিনেমা ‘সাংহাই’-এ। আইএমডিবি
৭ / ৮
গত কয়েক বছরে সিনেমার সঙ্গে ওটিটির কাজেও দেখা যায় অভয় দেওলকে। ‘জেএল৫০’ বা ‘ট্রায়াল বাই ফায়ার’-এ অভিনয় করে প্রশংসিত হন অভিনেতা। ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
তারকা খ্যাতি না পেলেও সিনেমাপ্রেমীদের কাছে অভয় আলাদা একটা জায়গা করে নিয়েছেন। এ প্রসঙ্গে মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সচেতনভাবেই তারকা খ্যাতির দৌড় থেকে নিজেকে দূরে রেখেছি। এমন ধরনের সিনেমায় অভিনয় করেছি, যা আমাকে সন্তুষ্ট করবে।’ ইনস্টাগ্রাম থেকে