মাকে মনে পড়ে

জাহ্নবী কাপুর ও শ্রীদেবী। ইনস্টাগ্রাম থেকে

দেওয়ালির উৎসবে শামিল হয়েছে পুরো ভারত। তবে বিশেষ এদিনে মায়ের স্মৃতিতে ডুব দিয়েছেন বলিউড নায়িকা জাহ্নবী কাপুর। এক সাক্ষাৎকারে দেওয়ালি ঘিরে মায়ের স্মৃতিচারণা করেছেন তিনি।

আরও পড়ুন

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পাঁচ বছর পার হয়ে গেছে। এখন সময়ে–অসময়ে মাকে ঘিরে নানা স্মৃতি মেলে ধরেন বড় মেয়ে জাহ্নবী। সম্প্রতি এই বলিউড নায়িকা ছোটবেলায় দেওয়ালি ঘিরে মায়ের টুকরা টুকরা স্মৃতি প্রকাশ করেছেন।

এই তারকাকন্যা বলেছেন, ‘মা আমাদের সব ঐতিহ্য আর প্রথার সঙ্গে ছোটবেলায় পরিচিত করিয়েছিলেন। তিনি খুব ধার্মিক মানুষ। দেওয়ালির দিন মা সারা বাড়ি সাজিয়ে তুলতে ভালোবাসতেন। মা পরিবারের সব নারীকে নিয়ে দেওয়ালি বড় করে উদ্‌যাপন করতেন।

জাহ্নবী কাপুর এবার দিওয়ালিতে পরেছেন এক ঝলমলে সিমুইন দেওয়া নীল শাড়ি। ইনস্টাগ্রাম থেকে

উৎসবের এদিন তিনি ঐতিহ্যবাহী পট্টু শাড়ি পরতেন। আমি আর আমার বোন খুশি দুজনই প্রতিবার পট্টু পাওদায়ির সেট পেতাম। দেওয়ালি ছাড়া গণেশ চতুর্থীতে সবাই এক হতাম। আমাদের বাড়িতে বড় করে করবা চৌথ উদ্‌যাপন করা হতো। এভাবেই ভারতীয় রীতি, নীতি, সংস্কৃতি, ঐতিহ্য আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এসব উৎসবের হাত ধরে আমি আমার মায়ের আরও কাছে এসে গিয়েছিলাম বলে আমি মনে করি।’

নিজের দাদির বাড়ির দেওয়ালির দিনগুলো স্মরণ করে জাহ্নবী বলেছেন, ‘প্রতি দেওয়ালির রাতে দাদির বাড়িতে পরিবারের সবাই এক হতাম। সবাই মিলে এদিনটা একসঙ্গে উদ্‌যাপন করতাম। রাতে একসঙ্গে খাবার খেতাম।

জাহ্নবী কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

দেওয়ালির নৈশভোজে পোলাও, রাজমা আর কাপুর বংশের বিশেষ কিছু পদ বানানো হতো। তবে অনেক সময় কাজে ব্যস্ত থাকার কারণে দেওয়ালির নৈশভোজে আমি থাকতে পারতাম না। কিন্তু দেওয়ালির পূজায় থাকিনি, এ রকম কখনো হয়নি।’

জাহ্নবীকে আগামী দিনে স্পোর্টস-কমেডি ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে দেখা যাবে। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন রাজকুমার রাওয়ের সঙ্গে। শিগগির জাহ্নবী দক্ষিণি সুপারস্টার জুনিয়র এনটিআরের হাত ধরে তেলেগু ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন। এই ছবির নাম ‘দেওয়ারা’। ছবিটি আগামী বছরের ৫ এপ্রিল মুক্তি পাবে।