‘এ কি আমি!’
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ভূমিকা গুরুং। ইদানীং তাঁকে ধারাবাহিক ‘বাস ইতনা সা খোয়াব হ্যায়’-তে দেখা যাচ্ছে। করেছেন আরও বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ। এবার হিন্দি ছবির দুনিয়ায় পা রাখছেন। সামনে তাঁকে ‘দ্য সিক্রেট অব দেবকালী’ ছবিতে দেখা যাবে। নিজের অভিষেক ছবি নিয়ে দারুণ খুশি এই অভিনেত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমার তো মনে হয়, প্রত্যেক অভিনেত্রীর স্বপ্ন বড় পর্দায় কাজ করা। আজ আমি এই সুযোগ পেয়েছি। আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমার তর সইছে না, কবে বড় পর্দায় আমাকে দেখা যাবে।’
‘দ্য সিক্রেট অব দেবকালী’–তে ভূমিকা গুরুং ছাড়াও আছেন সঞ্জয় মিশ্রার মতো প্রবীণ ও প্রভাবশালী অভিনেতা। শুরুতে সঞ্জয় মিশ্রার প্রসঙ্গ টেনে ভূমিকা বলেন, ‘সঞ্জয় স্যারের সিনেমার আমি একটা অংশ, আমার জন্য এটাই অনেক বড় কথা। আমি শুধু তারকাদের নয়, শিল্পীদেরও অনেক বড় ভক্ত। সঞ্জয় মিশ্রা স্যার এমনই এক অভিনেতা, যাঁর আমি অনেক বড় ভক্ত। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।’
জানা গেছে, ছবিতে ভূমিকাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। এই ছবির মূল খলনায়িকা তিনি। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ‘মুদ্রা’।
এই থ্রিলার ছবিতে নিজের অভিনীত চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সব সময় আমার মনে হয় যে ছবিতে নেতিবাচক চরিত্র বিশেষ প্রাধান্য পায়। কারণ, এ ধরনের চরিত্র ছবির কাহিনিতে গভীরতা ও রোমাঞ্চ যোগ করে। ব্যক্তিগতভাবে ধূসর ও নেতিবাচক চরিত্র আমার কাছে বেশি চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর বলে মনে হয়। আগামী দিনেও আমি এ ধরনের চরিত্রে নিজেকে বেশি করে অন্বেষণ করতে চাই। তবে সমতা বজায় রাখার জন্য পাশাপাশি ইতিবাচক চরিত্রেও অভিনয় করতে চাই।’
তিনি জানান, আগে তাঁকে এমনকি ছোট পর্দাতেও এ রকম চরিত্রে দেখা যায়নি। যেখানে তাঁর লুক খুবই নান্দনিক। অলংকার, পোশাক খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। প্রসাধন, কেশসজ্জা বিশেষভাবে করা হয়েছে। বিস্ময় নিয়ে বলেন, ‘সত্যি বলতে, প্রথমে আমি আমার লুক দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর আমার বেশভূষা চরিত্রটাকে আরও গভীরতা দিয়েছে। শুটিংয়ের প্রথম দিন সাজসজ্জার পর নিজেকে আয়নায় দেখে কেমন যেন অন্য রকম লাগছিল। এ কি আমি!’