‘কাপ সং’ গেয়ে রাতারাতি খ্যাতি, রইল মিথিলাকে নিয়ে কিছু তথ্য

‘কাপ সং’-এর কথা মনে আছে? ওই যে কাপ বাজিয়ে গান করে ভিডিও বানিয়ে ইউটিউবে শেয়ার। আর এক ভিডিও দিয়েই সবাই চিনে নেয় তাঁকে। শুধু মিথিলা পালকারই জনপ্রিয়তা পেয়েছেন, তা নয়, পাশাপাশি জনপ্রিয় হয়েছে ‘কাপ সং’। গতকাল ১১ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
১ / ১০
২০১৪ সালে একটি মারাঠি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে মিথিলার। পরে আরেক মারাঠি ছবি ‘মুরাম্বা’তে অভিনয় করে পুরস্কার পেয়েছেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
রক্ষণশীল মারাঠি পরিবার থেকে অভিনয়জগতে এসেছেন মিথিলা। নাতনির এ পেশায় আসা একেবারে পছন্দ করেননি দাদা-দাদি। কিন্তু নাতনির যত ছবি আজ পর্যন্ত পত্রিকায় ছাপা হয়েছে, তা তাঁরা জমিয়ে রেখেছেন নিজেদের কাছে
ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
মিথিলা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর বিনোদনজগতে প্রবেশের কথা। ১২ বছর বয়সে থিয়েটার দিয়ে অভিনয় শুরু। তাঁর প্রথম প্রেম থিয়েটার। ছোট থেকেই অভিনয় ভালোবাসতেন। মাত্র ১২ বছর বয়সে প্রথম থিয়েটারে অভিনয়। তখন থেকেই নাকি এ পেশায় ক্যারিয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
গণযোগাযোগ নিয়ে স্নাতক হওয়ার পর বিজ্ঞাপনজগতেও পড়াশোনা করেছেন মিথিলা। অভিনয় শুরু করলেও পড়াশোনার গুরুত্ব তাঁর কাছে অনেক। তাই প্রাতিষ্ঠানিক পড়াশোনাকে অবহেলা করেননি তিনি
ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাট্টিবাট্টি’ সিনেমা দিয়ে বলিউডে নাম লেখান মিথিলা। ২০১৮ সালের ‘কারওয়ান’ চলচ্চিত্রে তিনি ইরফান খান ও দুলকার সালমানের সঙ্গে অভিনয় করেছেন
ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেলেও গানের প্রতি মিথিলার আলাদা অনুরাগ রয়েছে। মারাঠি পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রী বাংলাও টুকটাক জানেন
ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
গেল বছর ফেব্রুয়ারি মাসে কলকাতার ‘সোয়েটার’ সিনেমার জনপ্রিয় গান ‘প্রেমে পড়া বারণ’ গাইতে দেখা গেছে মিথিলাকে। গানের ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। তাঁর কণ্ঠে গানটি শ্রোতাদের মধ্যে প্রশংসিত হয়েছে
ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
সেবারই প্রথম নয়, এর আগে ‘অন্তহীন’ সিনেমার ‘ফেরারি মন’, লতা মঙ্গেশকরের ‘না যেয়ো না, রজনী এখনো বাকি’ গানও গাইতে দেখা গেছে তাঁকে
ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
২০১৮ সালের ফোর্বস ম্যাগাজিনের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় নাম ছিল মিথিলা পালকারের
ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
মুম্বাইয়ের বাসিন্দা মিথিলা বেড়াতে আর বই পড়তে খুব ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন দাদা-দাদির সঙ্গে সময় কাটাতে
ইনস্টাগ্রাম থেকে